কলকাতা, 1 ফেব্রুয়ারি : দ্বিতীয়ার্ধে 28 মিনিটের ঝড়। আর তাতেই হলুদ ঢেউ সামলে জয়ের জোয়ারে ভাসল এটিকে-মোহনবাগান। 27 পয়েন্ট ঝুলিতে নিয়ে পয়েন্ট টেবিলের মগডালে ওঠার দৌড়ে মুম্বই সিটি এফসি-কে তাড়া করছে হাবাসের ছেলেরা। দু'গোলে পিছিয়ে থাকা অবস্থা থেকে তিন গোলে প্রত্যাবর্তন, দলের মরিয়া মনোভাবে তৃপ্ত সবুজ মেরুনের স্প্যানিশ হেডস্যার। "প্রথম 45 মিনিট আমরা খেলতে পারিনি। কিন্তু দ্বিতীয়ার্ধে ফের পিছিয়ে পড়েও ফিরে এসেছি। দুর্দান্ত খেলেছি। এই জয় যোগ্য দল হিসেবে আমাদেরই প্রাপ্য ছিল," সন্তুষ্ট শোনায় হাবাসের গলা।
প্রত্যাবর্তনের এই ছবি তাঁর কাছেও অপ্রত্যাশিত। তাঁর মতে, "আমার এমন দল নেই যারা প্রতি ম্যাচে একাধিক গোল করে জয় ছিনিয়ে নিয়ে আসবে। তাছাড়া ড্র করার চেয়ে অন্তত 1-0 গোলে ম্যাচ জয় আমার কাছে বেশি পছন্দের।" পাশাপাশি তিনি আরও যোগ করেছেন, "ব্যালান্স কথাটি ফুটবলে ম্যাজিক ওয়ার্ড। এটা যে কোনও দলে দরকার। এক গোল দিয়ে যদি তিন গোল পাওয়া যায়, তাহলে আমার কাছে সেটাই যথেষ্ট।"