পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

2 গোলে পিছিয়ে থেকেও প্রত্যাবর্তন, সবুজ মেরুনের জয়ে উচ্ছ্বসিত হাবাস

দ্বিতীয়ার্ধে 28 মিনিটের ঝড়ে জয়ের জোয়ারে ভাসল এটিকে-মোহনবাগান। 27 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের মগডালে ওঠার দৌড়ে মুম্বই সিটি এফসি-কে তাড়া করছে হাবাসের ছেলেরা। দু'গোলে পিছিয়ে থেকেও তিন গোলে প্রত্যাবর্তন, দলের এই মরিয়া মনোভাবে তৃপ্ত সবুজ মেরুনের স্প্যানিশ হেডস্যার।

atk mohunbagan beats kerala blasters in isl match
সবুজ মেরুনের জয়ে উচ্ছ্বসিত হাবাস

By

Published : Feb 1, 2021, 11:56 AM IST

কলকাতা, 1 ফেব্রুয়ারি : দ্বিতীয়ার্ধে 28 মিনিটের ঝড়। আর তাতেই হলুদ ঢেউ সামলে জয়ের জোয়ারে ভাসল এটিকে-মোহনবাগান। 27 পয়েন্ট ঝুলিতে নিয়ে পয়েন্ট টেবিলের মগডালে ওঠার দৌড়ে মুম্বই সিটি এফসি-কে তাড়া করছে হাবাসের ছেলেরা। দু'গোলে পিছিয়ে থাকা অবস্থা থেকে তিন গোলে প্রত্যাবর্তন, দলের মরিয়া মনোভাবে তৃপ্ত সবুজ মেরুনের স্প্যানিশ হেডস্যার। "প্রথম 45 মিনিট আমরা খেলতে পারিনি। কিন্তু দ্বিতীয়ার্ধে ফের পিছিয়ে পড়েও ফিরে এসেছি। দুর্দান্ত খেলেছি। এই জয় যোগ্য দল হিসেবে আমাদেরই প্রাপ্য ছিল," সন্তুষ্ট শোনায় হাবাসের গলা।

প্রত্যাবর্তনের এই ছবি তাঁর কাছেও অপ্রত্যাশিত। তাঁর মতে, "আমার এমন দল নেই যারা প্রতি ম্যাচে একাধিক গোল করে জয় ছিনিয়ে নিয়ে আসবে। তাছাড়া ড্র করার চেয়ে অন্তত 1-0 গোলে ম্যাচ জয় আমার কাছে বেশি পছন্দের।" পাশাপাশি তিনি আরও যোগ করেছেন, "ব্যালান্স কথাটি ফুটবলে ম্যাজিক ওয়ার্ড। এটা যে কোনও দলে দরকার। এক গোল দিয়ে যদি তিন গোল পাওয়া যায়, তাহলে আমার কাছে সেটাই যথেষ্ট।"

আরও পড়ুন:কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধেও হাবাসের শঙ্কা রেফারিং

রয় কৃষ্ণের জোড়া গোলের দিনে সহনায়ক সদ্য দলে যোগ দেওয়া মার্সেলিনহো। ব্রাজিলিয়ান ফুটবলারটি ওড়িশা এফসি থেকে সবুজ মেরুনে এসে প্রথম ম্যাচেই গোলের খাতা খুলেছেন তিনি। স্বাভাবিক ভাবেই খুশি হাবাস। বলছেন,"মার্সেলিনহোকে ছন্দে ফিরিয়ে আনা আমার লক্ষ্য। ওঁর আরও সময় এবং আত্মবিশ্বাস দরকার। প্রথম ম্যাচে গোল পাওয়ায় ভাল হল। কারণ আত্মবিশ্বাস বাড়াবে এই গোল।"

দু'গোলে এগিয়ে থেকে তিন গোলে হারের ধাক্কায় বিধ্বস্ত কেরালা ব্লাস্টার্স। কোচ কিবু ভিকুনা বলেছেন, তাঁদের সময়টা খারাপ কেটেছে। তাই হতাশ এবং বিধ্বস্ত পুরো দল‌। তবে এই নিয়ে ভাবার সময় নেই।কারণ দু'দিন পরে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে নামতে হবে। কেরালা ব্লাস্টার্সের কোচের মতে মার্সেলিনহোর গোলটাই ম্যাচের টার্নিং পয়েন্ট।

ABOUT THE AUTHOR

...view details