পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ISL 2021 : জয় তুলে নিয়ে কোচের মুখে হাসি ফোটালেন কোলাসো, রয় কৃষ্ণ - ISL 2021

গোয়াকে 2-1 গোলে পরাজিত ফের একবার কোচের মুখে হাসি ফোটালেন লিস্টন কোলাসো এবং রয় কৃষ্ণ (ATKMB wins against FC Goa) । আজ তাঁদের দ্বিফলা আক্রমণের জেরেই পিছু হটতে বাধ্য় হল গোয়া ৷ একইসঙ্গে এই জয়ের পর পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এল এটিকে মোহনবাগান ৷

atk mohunbangan wins their encounter against fc goa
সবুজ মেরুন জয়ে প্রাপ্তি কোলাসো, রয় কৃষ্ণের গোল

By

Published : Dec 29, 2021, 10:02 PM IST

কলকাতা, 29 ডিসেম্বর : কোচ বদলে জয়ের সরণিতে এটিকে মোহনবাগান । কোচের দলবদলের ধাক্কায় ধরাশায়ী এফসি গোয়া। জুয়ান ফেরান্দোর কাছে বুধবারের সন্ধ্যার এই ম্যাচ ছিল যাকে বলে "প্রেস্টিজ ফাইট "৷ এফসি গোয়া তাঁর সদ্য প্রাক্তন দল। তাদের বিরুদ্ধে এই ম্যাচ ছিল বাড়তি চ্যালেঞ্জ । তবে দিনের শেষে জুয়ান ফেরান্দো হাসি মুখে মাঠ ছাড়তে সফল। আজ তাঁর সাফল্যের কারিগর লিস্টন কোলাসো এবং রয় কৃষ্ণ (ATKMB wins against FC Goa) ।


এফসি গোয়াকে 2-1গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এল এটিকে মোহনবাগান । 14 পয়েন্ট নিয়ে মুম্বই এফসিকে তাড়া করা শুরু করলেন হুগো বুমোসরা ৷ ডেরেক পেরেরা মাঝমাঠের দখল নিয়ে জুয়ানকে টেক্কা দিতে চেয়েছিলেন ঠিকই ৷ কিন্তু হুগো বুমোস, রয় কৃষ্ণ, মনবীর সিং এবং লিস্টন কোলাসোদের দাপটে এফসি গোয়া তেমন দাঁত ফোটাতে পারেনি ।

23 মিনিটে এটিকে মোহনবাগানের হয়ে প্রথম গোল করেন কোলাসো। বক্সের বাইরে থেকে লিস্টন কোলাসোর দুরন্ত শটের হদিশ পাননি ধীরাজ সিং । নিঃসন্দেহে যা ছিল একটি বিশ্বমানের গোল । 56 মিনিটের মাথায় দ্বিতীয় গোল আসে রয় কৃষ্ণর সৌজন্যে। প্রতিপক্ষ ডিফেন্ডারদের পায়ে জঙ্গল এড়িয়ে বুদ্ধিদীপ্ত শটে গোল তুলে নেন ফিজিয়ান স্ট্রাইকার।

আরও পড়ুন : একাধিক ফুটবলার করোনা আক্রান্ত, স্থগিত আই লিগ


ট্যাকটিক্যাল ফুটবলে এফসি গোয়াকে টেক্কা দিলেও জুয়ান ফেরান্দোর চিন্তা বাড়ালেন গোলরক্ষক অমরিন্দর সিং। ম্যাচের শেষ দিকে ওর্টিজের শট যেভাবে হাত ফস্কে জালে পৌঁছতে দিলেন অমরিন্দর, তেমন ভুল স্কুল ফুটবলেও খুব কমই হয় ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details