কলকাতা, 29 ডিসেম্বর : কোচ বদলে জয়ের সরণিতে এটিকে মোহনবাগান । কোচের দলবদলের ধাক্কায় ধরাশায়ী এফসি গোয়া। জুয়ান ফেরান্দোর কাছে বুধবারের সন্ধ্যার এই ম্যাচ ছিল যাকে বলে "প্রেস্টিজ ফাইট "৷ এফসি গোয়া তাঁর সদ্য প্রাক্তন দল। তাদের বিরুদ্ধে এই ম্যাচ ছিল বাড়তি চ্যালেঞ্জ । তবে দিনের শেষে জুয়ান ফেরান্দো হাসি মুখে মাঠ ছাড়তে সফল। আজ তাঁর সাফল্যের কারিগর লিস্টন কোলাসো এবং রয় কৃষ্ণ (ATKMB wins against FC Goa) ।
এফসি গোয়াকে 2-1গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এল এটিকে মোহনবাগান । 14 পয়েন্ট নিয়ে মুম্বই এফসিকে তাড়া করা শুরু করলেন হুগো বুমোসরা ৷ ডেরেক পেরেরা মাঝমাঠের দখল নিয়ে জুয়ানকে টেক্কা দিতে চেয়েছিলেন ঠিকই ৷ কিন্তু হুগো বুমোস, রয় কৃষ্ণ, মনবীর সিং এবং লিস্টন কোলাসোদের দাপটে এফসি গোয়া তেমন দাঁত ফোটাতে পারেনি ।