পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

কৃষ্ণ সহায়, এফসি গোয়াকে হারাল মোহনবাগান - পেনাল্টি থেকে গোল রয় কৃষ্ণের

84 মিনিটে পেনাল্টি থেকে জয়ের গোল রয় কৃষ্ণের । পুরো ম্যাচে সেভাবে নজর কাড়তে পারেননি । কিন্তু পেনাল্টি থেকে গোল করে ফের নায়ক সবুজ মেরুনের নম্বর টোয়েন্টি ওয়ান ।

জয়ের সরণিতে মোহনবাগান
জয়ের সরণিতে মোহনবাগান

By

Published : Dec 16, 2020, 10:32 PM IST

কলকাতা, 16 ডিসেম্বর : কৃষ্ণ সহায় । এফসি গোয়া ম্যাচের পর আন্তেনিও লোপেজ হাবাস একথা বলতেই পারেন । চলতি আইএসএলে তাঁর দলের জয়ের প্রধান এবং একমাত্র কারণ রয় কৃষ্ণের স্কোরিং বুট এবং অরিন্দম ভট্টাচার্যের বিশ্বস্ত হাত । যার উপর ভর করে 1-0 গোলে জয় পেল এটিকে মোহনবাগান ।

13 পয়েন্ট নিয়ে ফের পয়েন্ট টেবিলের শীর্ষে এটিকে মোহনবাগান । একাদশে পাঁচ বদলে এটিকে-মোহনবাগানকে জয়ের রাস্তায় ফেরাতে চেয়েছিলেন আন্তেনিও লোপেজ হাবাস । চলতি আইএসএলে অন্যতম শক্তিশালী দল এফসি গোয়া । তাঁদের বিরুদ্ধে আক্রমণ এবং রক্ষণভাগের ভারসাম্য না থাকলে ছোটো ভুলে বড় বিপদের সম্ভাবনা । তাই সবুজ মেরুনের স্প্যানিশ হেডস্যার রক্ষণ জমাট করে আক্রমণের ছক সাজিয়েছিলেন । রয় কৃষ্ণের সঙ্গে ডেভিড উইলিয়ামসকে নামানো হয়েছিল । জোড়া স্ট্রাইকারে গোয়ার রক্ষণ ভাঙার চেষ্টা করা হয় । কিন্তু বিরতির আগে ডেভিড উইলিয়ামসের একটি শট পোস্টে প্রতিহত হওয়া ছাড়া এটিকে-মোহনবাগান গোল করার মতো সুযোগ পায়নি ।

আরও পড়ুন:- এলেন ব্রাইট,দলের সুইচ অফ মানসিকতায় বিরক্ত ফাওলার

অন্যদিকে ইগর আনগুলো, এডু বেদিয়ারা সবুজ মেরুন পায়ের জঙ্গলে গোলের রাস্তা হারালেন । দুই দলের কোচ মাঝমাঠের দখল নিজেদের পায়ে রাখতে চেয়েছিলেন । ফুটবলের ভাষায় যা ট্যাকটিকাল যুদ্ধ । এই অবস্থায় সেটপিস কিংবা পেনাল্টি গোলই ছিল জয়ের একমাত্র রাস্তা । 84 মিনিটে পেনাল্টি থেকে জয়ের গোল ফিজ়িজাত স্ট্রাইকারের । পুরো ম্যাচে সেভাবে নজর কাড়তে পারেননি । কিন্তু পেনাল্টি গোল করে ফের নায়ক সবুজ মেরুনের নম্বর টোয়েন্টি ওয়ান । রয় কৃষ্ণের গোলের সঙ্গে এটিকে মোহনবাগানের গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্যের গোলরক্ষাকে কৃতিত্ব দিতে হবে । পুরো 90 মিনিটে অন্তত তিনবার নিশ্চিত গোল বাঁচিয়ে দলের পতন রুখলেন । তাঁকে টপকে গোল করতে পারেননি এফসি গোয়ার স্ট্রাইকাররা । দুই ম্যাচে পাঁচ পয়েন্ট নষ্ট করার পরে ফের জয়ের সরণিতে এটিকে মোহনবাগান ।

ABOUT THE AUTHOR

...view details