কলকাতা, 18 জুন : মিনিস্ট্রি অব কর্পোরেট অ্যাফেয়ার্সে নথিভুক্ত হয়েছিল আগেই । এবার বোর্ড অব ডিরেক্টরের নামও নথিভুক্ত হল ATK-মোহনবাগান । পাঁচ সদস্যের বোর্ডে রয়েছেন ATK-র সহ-কর্ণধার উৎসব পারেখ । রয়েছেন মোহনবাগানের সচিব সৃঞ্জয় বসু এবং অর্থসচিব দেবাশিস দত্ত । বোর্ড অব ডাইরেক্টরের আরও দুই সদস্য হলেন গৌতম রায় এবং সঞ্জীব মেহেরা ।
পাঁচ সদস্যের বোর্ড অব ডাইরেক্টরের বৈঠক জুলাই মাসের প্রথম সপ্তাহে হওয়ার কথা । চলতি বছরের জানুয়ারি মাসে ATK এবং মোহনবাগান গাঁটছড়া বাঁধার প্রাথমিক সিদ্ধান্ত নেয় । যা তার কিছুদিন পরে প্রকাশ্যে আসে । ফলে নতুন মরশুমে ISL-এ ATK- মোহনবাগানকে একসঙ্গে খেলতে দেখা যাবে । জুন মাসের প্রথম সপ্তাহে বোর্ড মিটিং করে একযোগে পথ চলার কথা বলা হলেও কোরোনা ভাইরাসের কারণে তা পিছিয়ে যায় ।