গোয়া, 10 ফেব্রুয়ারি : বেঙ্গালুরু এফসিকে হেলায় উড়িয়ে জয়ের হ্যাটট্রিক এটিকে-মোহনবাগানের । সুনীল ছেত্রীর দলকে 2 গোলে হারিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে চলে গেল সবুজ মেরুন শিবির । তেত্রিশ পয়েন্ট নিয়ে রয় কৃষ্ণরা শীর্ষ স্থানে থাকা মুম্বই সিটি এফসির থেকে এক পয়েন্টে পিছিয়ে থাকল । ম্যাচে মোহনবাগানের হয়ে গোল করেন রয় কৃষ্ণ এবং মার্সেলিনহো ।
আইএসএলের প্রাক্তন চ্যাম্পিয়ন বেঙ্গালুরু এফসি-র চলতি টুর্নামেন্ট ভালো চলছে না । অতীতের পারফরমেন্সের কারণে, তারা প্রতিপক্ষের সমীহ আদায় করে । তবুও সুনীল ছেত্রীদের সমীহ করে আন্তেনিও লোপেজ হাবাস প্রতি আক্রমণের খোলস ছেড়ে আক্রমণাত্মক কৌশল নিয়েছিলেন । মাঝমাঠে লেনি রডরিগেজ এবং আক্রমণে মার্সেলিনহো, রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামসে ভর দিয়ে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে জয়ের ইমারত গড়লেন হাবাস । বল দখলের শতাংশের হিসেবে টেক্কা দিয়ে ম্যাচের রাশ প্রথম থেকে তুলে নিয়ে ছিল এটিকে-মোহনবাগান । যার নেতৃত্বে অবশ্যই রয় কৃষ্ণ । গত তিন ম্যাচে তিনি স্কোরিং শিটে নিজের নাম তুলতে সক্ষম । মার্সেলিনহোর দলে অন্তর্ভুক্তিতে কৃষ্ণের কাজ আরও সহজ হয়েছে । ব্রাজিলিয়ান স্ট্রাইকারের গতি এবং ফ্রি কিকে নৈপুণ্য আরও আগ্রাসী করে তুলেছে সবুজ মেরুন শিবিরকে । যার প্রভাবে হাবাসের মুখে হাসি এবং বেঙ্গালুরুর কোচ নৌশাদ মুসার কপালে দুশ্চিন্তার ভাঁজ ।