পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

AFC Cup : মাজিয়াকে হারিয়ে নক আউটের পথে এগোনোই লক্ষ্য এটিকে মোহনবাগানের - sunil chhetri

মালদ্বীপে আজ দুটি ম্যাচ ৷ একদিকে, মোহনবাগানের প্রতিপক্ষ মালদ্বীপের মাজিয়া ক্লাব ৷ নক আউটের শীর্ষে থাকতে রয় কৃষ্ণদের দল জেতার লক্ষ্যে মরিয়া ৷ অন্যদিকে, বাংলাদেশের বসুন্ধরা কিংসকে হারাতে চাইবে বেঙ্গালুরু এফসি ৷

AFC Cup
আন্তেনিও লোপেজ হাবাস

By

Published : Aug 21, 2021, 9:22 AM IST

Updated : Aug 21, 2021, 9:43 AM IST

কলকাতা, 21 অগস্ট : বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে দুরন্ত জয় সবুজ মেরুন ব্রিগেডকে বদলে দিয়েছে। আজ এটিকে মোহনবাগানের প্রতিপক্ষ মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব। নৈশালোকে ভারতীয় সময় রাত সাড়ে নটায় খেলা ।

সুনীল ছেত্রীদের বিরুদ্ধে জয়, রয় কৃষ্ণদের আত্মবিশ্বাসী করে তুলেছে । অন্যদিকে, বাংলাদেশের বসুন্ধরা কিংসের বিরুদ্ধে হেরে ব্যাকফুটে মাজিয়া । তাদের নক আউটের যাওয়ার সম্ভাবনায় দাড়ি টানতে দৃঢ়প্রতিজ্ঞ আন্তেনিও লোপেজ হাবাস । "অন্য দলের বিরুদ্ধে আমাদের প্রতিপক্ষ কেমন খেলেছে,তা জানি। কিন্তু আমাদের বিরুদ্ধে ওরা কেমন খেলতে পারে তা বুঝতে হবে । ব্যর্থতার ধাক্কা কাটিয়ে শক্তিশালী হয়ে মাজিয়া মরিয়া হয়ে ছন্দে ফিরে আসতে চাইবে । তাই সতর্ক থাকতে হবে আমাদের ৷" প্রতিপক্ষ সম্পর্কে সমীহ স্প্যানিশ কোচের গলায় । ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত মাজিয়ার কোচ রিস্টো ভিদাকোভিচের গলাতেও শোনা যায় । দ্রুত গোল হজম করে দল ছন্দ হারিয়েছিল বলে মনে করেন । তবে আজ মাজিয়া প্রথম ম্যাচের ভুল করতে চায় না বলে সতর্ক করেছেন কোচ ।

আরও পড়ুন :Sandesh Jhingan : এটিকে মোহনবাগান ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞ সন্দেশ

বেঙ্গালুরু ম্যাচের পরের দিন পুরো দলকে ছুটি দিয়েছিলেন। সুইমিংপুলে হালকা স্ট্রেচিং করে দলের ক্লান্তি দূর করা হয় । তবে এদিনের প্রতিপক্ষ মাজিয়া সম্বন্ধে হোমওয়ার্ক সেরে রেখেছেন রয় কৃষ্ণদের স্প্যানিশ হেডস্যার । চারমাস পরে প্রতিযোগিতামূলক ফুটবলে এবং তাও আবার দুই সপ্তাহের সামান্য প্রস্তুতিতে। সব কিছু সত্ত্বেও দল যে ফুটবল খেলেছে তাতে খুশি হাবাস । দলের খেলায় ভারসাম্যের কথা সবসময় বলেন তিনি । "প্রতিপক্ষকে সম্মান করি আমরা । নিজেদের খেলায় উন্নতি একমাত্র লক্ষ্য আমাদের । ফুটবলে একটা খারাপ দিন হতেই পারে । সেই কারণে 90 মিনিট আমাদের মনসংযোগের অভাব ঘটতে দেওয়া চলবে না ।" মন্তব্য সবুজ মেরুন কোচের।

আরও পড়ুন :ATKMB : শুধু মোহনবাগান নয়, এটিকে মোহনবাগান নামেই খেলছেন রয় কৃষ্ণরা

প্রথম ম্যাচে বলের দখলের শতকরা হিসেবে পিছিয়ে থাকলেও গোলমুখে প্রতিপক্ষকে টেক্কা দিয়েছে এটিকে মোহনবাগান । রয় কৃষ্ণ প্রত্যাশিত ছন্দে না থাকলেও গোলমুখে দিগভ্রষ্ট নন। খেলা যত গড়িয়েছে হুগো বুমোস ততই ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন । তবে শনিবার হয়তো তাকে পরিবর্ত হিসেবে নামতে দেখা যাবে । তারকাদের ভিড়ে নজর কেড়েছেন শুভাশিস বসু, দীপক টাঙরির মত তরুণ ফুটবলাররা । দলের ভারসাম্যের ফুটবলে ফের জোর দেওয়ার কথা টিম মিটিংয়ে বলেছেন।

হিসেব ও নিয়মানুযায়ী জিততে পারলে এটিকে মোহনবাগান নক আউটের দিকে অনেকটাই এগিয়ে যাবে । সেক্ষেত্রে বেঙ্গালুরু এফসি বিকেলের ম্যাচে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে জিতলেও টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে । কারণ সুনীল ছেত্রী এবং রয় কৃষ্ণদের দ্বৈরথের ফলাফল এখানে নির্ণায়ক ভূমিকা নেবে । আবার ড্র বা পরাজয়ে সবুজ মেরুনের কাজটা কঠিন হবে। সেক্ষেত্রে তাদের মঙ্গলবার বসুন্ধরা কিংসের বিরুদ্ধে জিততে হবে। না হলে বিদায়। তাই এটিকে মোহনবাগানের সাজঘরে জয় ছাড়া অন্য ভাবনার স্থান দিতে নারাজ হাবাস ৷

আরও পড়ুন :East Bengal: 4 ঘণ্টা ক্লাবকর্তাদের বক্তব্য শুনল মধ্যস্থতাকারীরা, তবে অধরা সমাধান

Last Updated : Aug 21, 2021, 9:43 AM IST

ABOUT THE AUTHOR

...view details