কলকাতা, 1 এপ্রিল : আন্তেনিও লোপেজ হাবাসের কাঁধে ফের দায়িত্ব দিল এটিকে মোহনবাগান । এই নিয়ে দ্বিতীয় ইনিংসে টানা তিনবছর কোচের দায়িত্ব পালন করবেন স্প্যানিশ কোচ । সদ্য শেষ হওয়া মরসুমে এটিকে মোহনবাগান তাঁর কোচিংয়ে রানার্স হয়েছে । ফাইনালে মুম্বই সিটি এফসি-র কাছে হারলেও পুরো টুর্নামেন্ট জুড়ে ছিল সবুজ মেরুন জার্সির দাপট । তাই নতুন মরসুমে ফের হাবাসকে দায়িত্বে রাখার সিদ্ধান্ত ছিল সময়ের অপেক্ষা ।
2014 এবং 2019 সালে এটিকে-র ডাগ আউটে বসে আইএসএল খেতাব জিতেছেন হাবাস ৷ এই মুহূর্তে মাদ্রিদে রয়েছেন তিনি । সেখান থেকে বললেন, "টিম ম্যানেজমেন্ট আমার এবং পুরো সাপোর্ট স্টাফদের ওপর ভরসা রাখায় আমি খুশি । এই আস্থা এএফসি কাপের আগে আমাদের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে । আমাদের লড়াই করার সাহস জোগাবে । এখন একটাই লক্ষ্য, ক্লাবের জন্য আর্ন্তজাতিক পর্যায়ে সাফল্য নিয়ে আসা ।"