পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Hugo Boumous : বাড়তি গুরুত্ব না দিলেও ডার্বির জন্য প্রস্তুত, দাবি বুমোসের - কলকাতা ডার্বি

গত মরশুমে আইল্যান্ডারদের সেরার মুকুট এনে দেওয়া ফরাসি ফুটবলার নতুন দলকেও খেতাবের স্বাদ ফিরিয়ে দিতে বদ্ধপরিকর। হুগোর কথায়, "প্রতিটি মরশুম আলাদা। এখানে যোগ দেওয়ার আগে দলের ভাল ফুটবল খেলার ব্যাপারে নিশ্চিত হয়েছি।"

Hugo Boumous
বাড়তি গুরুত্ব না দিলেও ডার্বির জন্য প্রস্তুত, দাবি বুমোসের

By

Published : Nov 12, 2021, 9:02 PM IST

পানাজি, 12 অক্টোবর : গত মরশুমে চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি'র আক্রমণ মূলত তাঁকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছিল ৷ তবে জার্সি বদলে এবার সবুজ-মেরুনে হুগো বুমোস ৷ রেকর্ড অর্থে দলে নিয়ে ফরাসি অ্য়াটাকিং মিডিওকে শুরু হতে চলা আইএসএলে তুরুপের তাস বানাতে চাইছেন আন্তোনিও লোপেজ হাবাস ৷ তবে স্প্যানিশ কোচের কথায় হুগো বুমোস, জনি কাউকোর মত তারকাদের অন্তত একটি ম্যাচে পারফরম্যান্স করতে দেখে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে দলের প্রস্তুতি নিয়ে খুশি দু'বারের আইএসএল জয়ী কোচ।

টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচই বহু প্রতীক্ষিত কলকাতা ডার্বি ৷ আইএসএল ডার্বি নিয়ে উদ্দীপনা থাকলেও সবুজ-মেরুনের স্প্যানিশ হেডস্যার তা নিয়ে বিশেষ মাথা ঘামাতে এখনই রাজি নন। কোচের মতই বিশেষ কোনও ম্যাচ নয়, এটিকে মোহনবাগানের ফরাসি মিডফিল্ডার হুগো বুমোস নিজেকে সমগ্র আইএসএলের জন্যই প্রস্তুত করছেন ৷ এএফসি কাপ খেলে দেশে ফিরে গিয়েছিলেন। সেখানে ব্যক্তিগত সমস্যায় আটকে পড়ায় আইএসএলে দলের অনুশীলনে নির্দিষ্ট সময়ে যোগ দিতে পারেননি। তবে দেরিতে যোগ দিলেও হুগো বুমোস দাবি ক‍রেছেন কঠিন অনুশীলনে নিজেকে প্রস্তুত করছেন তিনি। এমনকি প্যারিসে থাকাকালীন ফিজিওর নির্দেশ মেনে ফিটনেস ট্রেনিং এবং ডায়েট মেনে চলেছেন বলে জানিয়েছেন হুগো।

আরও পড়ুন : হৃদযন্ত্রের সমস্যায় কেরিয়ারে সম্ভবত ইতি টানছেন আগুয়েরো

গত মরশুমে আইল্যান্ডারদের সেরার মুকুট এনে দেওয়া ফরাসি ফুটবলার নতুন দলকেও খেতাবের স্বাদ ফিরিয়ে দিতে বদ্ধপরিকর। হুগোর কথায়, "প্রতিটি মরশুম আলাদা। এখানে যোগ দেওয়ার আগে দলের ভাল ফুটবল খেলার ব্যাপারে নিশ্চিত হয়েছি। ভারতীয় ক্লাব ফুটবলের মান প্রতি বছর বাড়ছে। চ্যাম্পিয়ন হওয়া কঠিন হয়ে উঠছে। তবে আমি আমার দলের ক্ষমতা সম্পর্কে আত্মবিশ্বাসী। ব্যক্তিগতভাবে আমি নিজের সেরাটা দেব। সতীর্থদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। গত মরসুমে আমার বর্তমান দল ফাইনালে উঠেছিল। পরের ধাপটাই চ্যাম্পিয়ন। তাই আশাবাদী হওয়াই যায় ৷"

19 নভেম্বর আইএসএল উদ্বোধনের দিনই মাঠে নামবে এটিকে মোহনবাগান। 27 নভেম্বর দ্বিতীয় ম্যাচ ডার্বি। এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নব্বই মিনিটের লড়াই ঘিরে উত্তাপ বাড়ছে। হুগো বুমোস বলছেন, "ফুটবলার হিসেবে এই আবেগের শরিক হতে চাই। ইতিমধ্যে ডার্বির ইতিহাস, আবেগ নিয়ে পড়াশোনা করেছি। গুরুত্ব বুঝতে চেষ্টা করেছি। তাই অপেক্ষা করতে পারছি না। বলতে পারি আমি ডার্বির জন্য তৈরি।"

ABOUT THE AUTHOR

...view details