পানাজি, 12 অক্টোবর : গত মরশুমে চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি'র আক্রমণ মূলত তাঁকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছিল ৷ তবে জার্সি বদলে এবার সবুজ-মেরুনে হুগো বুমোস ৷ রেকর্ড অর্থে দলে নিয়ে ফরাসি অ্য়াটাকিং মিডিওকে শুরু হতে চলা আইএসএলে তুরুপের তাস বানাতে চাইছেন আন্তোনিও লোপেজ হাবাস ৷ তবে স্প্যানিশ কোচের কথায় হুগো বুমোস, জনি কাউকোর মত তারকাদের অন্তত একটি ম্যাচে পারফরম্যান্স করতে দেখে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে দলের প্রস্তুতি নিয়ে খুশি দু'বারের আইএসএল জয়ী কোচ।
টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচই বহু প্রতীক্ষিত কলকাতা ডার্বি ৷ আইএসএল ডার্বি নিয়ে উদ্দীপনা থাকলেও সবুজ-মেরুনের স্প্যানিশ হেডস্যার তা নিয়ে বিশেষ মাথা ঘামাতে এখনই রাজি নন। কোচের মতই বিশেষ কোনও ম্যাচ নয়, এটিকে মোহনবাগানের ফরাসি মিডফিল্ডার হুগো বুমোস নিজেকে সমগ্র আইএসএলের জন্যই প্রস্তুত করছেন ৷ এএফসি কাপ খেলে দেশে ফিরে গিয়েছিলেন। সেখানে ব্যক্তিগত সমস্যায় আটকে পড়ায় আইএসএলে দলের অনুশীলনে নির্দিষ্ট সময়ে যোগ দিতে পারেননি। তবে দেরিতে যোগ দিলেও হুগো বুমোস দাবি করেছেন কঠিন অনুশীলনে নিজেকে প্রস্তুত করছেন তিনি। এমনকি প্যারিসে থাকাকালীন ফিজিওর নির্দেশ মেনে ফিটনেস ট্রেনিং এবং ডায়েট মেনে চলেছেন বলে জানিয়েছেন হুগো।