কলকাতা, 19 সেপ্টেম্বর : ছ‘দিনের অনুশীলন শেষে দুবাই থেকে উজবেকিস্তানের উদ্দেশ্যে রওনা হল এটিকে মোহনবাগান ৷ এএফসি কাপ ইন্টার জোনাল সেমিফাইনালে অংশ নিতে রওনা দিল আন্তেনিও লোপেজ হাবাসের দল । প্রতিপক্ষ উজবেকিস্তানের এফসি নাসাফের বিরুদ্ধে 22 সেপ্টেম্বর খেলতে নামবে এটিকে মোহনবাগান । ধারে ভারে উজবেকিস্তানের ক্লাবটি এগিয়ে থাকলেও প্রস্তুতিতে খামতি রাখতে রাজি নয় সবুজ মেরুন ব্রিগেড । উজবেকিস্তানের মাটিতে দু’দিন অনুশীলনের পরে প্রথম একাদশ বেছে নেওয়ার পরিকল্পনা রয়েছে টিম ম্যানেজমেন্টের ৷
শেষ ছ’দিনের প্র্যাকটিসে উইং প্লে এবং সেটপিসে জোর দিয়েছেন হাবাস ৷ নিজের প্রস্তুতির গোপন কথা সকলকে জানাতে পছন্দ করেন না এটিকে মোহনবাগানের স্প্যানিশ কোচ ৷ ফলে জনি কাউকো, প্রীতম কোটালদের অনুশীলন দেখার অনুমতি দেওয়া হয়নি ৷ তবে এফসি নাসাফের ম্যাচ বিশ্লেষণ করে হাবাস সেটপিসে এবং উইং দিয়ে আক্রমণ করার সিদ্ধান্ত নিয়েছেন ৷ সেই কারণে প্রীতম কোটাল, শুভাশিস বসু, আশুতোষ মেহতা, লিস্টধ কোলাসোদের বাড়তি দায়িত্ব নেওয়ার কথা বুঝিয়েছেন টিম মিটিংয়ে ৷ কোচের দেওয়া বাড়তি দায়িত্ব বুঝে নিয়ে এটিকে মোহনবাগানের সাইড ব্যাক শুভাশিস জানিয়েছেন, তাঁরা ভালো ফলের ব্যাপারে আত্মবিশ্বাসী ৷ গত মরসুমে সবুজ মেরুন রক্ষণে সন্দেশ ঝিঙ্গান ছিলেন ৷ এবার তাঁর অনুপস্থিতির চাপ নিতে হবে কার্ল ম্যাকহিউদের ৷
আরও পড়ুন : Yuvraj Singh: ইংল্যান্ডের বিরুদ্ধে যুবরাজের ছয় ছক্কার 14 বছর পূর্তি