পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ATK Mohun Bagan : আইএসএলের অনুশীলনে নেমে পড়ল এটিকে মোহনবাগান

আইএসএলের প্রস্তুতিতে নেমে পড়ল এটিকে মোহনবাগান ৷ গতকাল থেকেই অনুশীলনে নেমে পড়লেন আন্তেনিও লোপেজ হাবাস এবং রয় কৃষ্ণরা । আইএসএলে প্রথম ম্যাচ 19 নভেম্বর উদ্বোধনের দিন ।

ATK Mohun Bagan
আইএসএলের অনুশীলনে নেমে পড়ল এটিকে মোহনবাগান

By

Published : Oct 22, 2021, 12:52 PM IST

গোয়া, 20 অক্টোবর : এসসি ইস্টবেঙ্গল যখন অনুশীলন শুরু করে তিনটি প্র্যাকটিস ম্যাচ খেলে ফেলছে । তখন এটিকে মোহনবাগানের আইএসএল প্রস্তুতি কবে শুরু হচ্ছে এই নিয়ে ক্রমেই জল্পনা বাড়ছিল সবুজ-মেরুন সমর্থকদের মধ্যে । সব জল্পনার অবসান করে গতকাল থেকে অনুশীলনে নেমে পড়লেন আন্তোনিও লোপেজ হাবাস এবং রয় কৃষ্ণরা । আইএসএলে প্রথম ম্যাচ 19 নভেম্বর উদ্বোধনের দিনই খেলতে নামবে এটিকে মোহনবাগান । একমাসের মত সময় রয়েছে হাতে । গতবছর যে মাঠে অনুশীলন করেছিল গোয়ার বেনোলিনের সেই মাঠেই এবছরও এটিকে মোহনবাগান প্রস্তুতি সারবে । বৃহস্পতিবার রয় কৃষ্ণ, প্রীতম কোটালদের নিয়ে অনুশীলনে নেমে পড়লেন হাবাস ।

এএফসি কাপের জন্য এই মরসুমে অনুশীলন শুরু করেছিল সবুজ-মেরুন‌ । দুই পর্যায়ে সেই প্রস্তুতি সারলেও এএফসি কাপে ব্যর্থতা সঙ্গী এটিকে মোহনবাগানের । আপাতত সব ভুলে নতুনভাবে আইএসএলের প্রস্তুতি শুরু করতে চাইছেন হাবাস । প্রথমদিন অনুশীলনে নেমে বল নিয়ে অনুশীলন করলেও হাবাস প্রধানত শারীরিক সক্ষমতা বাড়ানোর উপর জোর দিয়েছিলেন । মাদ্রিদ থেকে পুরো কোচিং স্টাফ নিয়ে বুধবার ভারতে পা দিয়েছেন হাবাস । ফুটবলাররাও ধাপে ধাপে যোগ দিয়েছেন ।

আরও পড়ুন: পদোন্নতি ভারতের, ফিফা তালিকায় একধাপ উঠল ইগর স্টিমাকের ছেলেরা

জাতীয় দলের প্রতিনিধিত্ব করার জন্য সুমিত রাঠি, দীপক টাংরি দলের সঙ্গে যোগ দিতে পারেননি । তবে সাফ কাপে চ্যাম্পিয়ন হয়ে প্রীতম কোটাল, মনবীর সিং, শুভাশিস বসু, লিস্টন কোলাসো গোয়ায় ইতিমধ্যেই শিবিরে যোগ দিয়েছেন । এএফসি কাপে ব্যর্থ, গতবছর আইএসএলের ট্রফিতে রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে । সবুজ-মেরুন জার্সিতে সাফল্য অধরা হাবাসের । তাই এবছরের আইএসএল এটিকে মোহনবাগানের কাছে বাড়তি চ্যালেঞ্জ ।

ABOUT THE AUTHOR

...view details