গোয়া, 20 অক্টোবর : এসসি ইস্টবেঙ্গল যখন অনুশীলন শুরু করে তিনটি প্র্যাকটিস ম্যাচ খেলে ফেলছে । তখন এটিকে মোহনবাগানের আইএসএল প্রস্তুতি কবে শুরু হচ্ছে এই নিয়ে ক্রমেই জল্পনা বাড়ছিল সবুজ-মেরুন সমর্থকদের মধ্যে । সব জল্পনার অবসান করে গতকাল থেকে অনুশীলনে নেমে পড়লেন আন্তোনিও লোপেজ হাবাস এবং রয় কৃষ্ণরা । আইএসএলে প্রথম ম্যাচ 19 নভেম্বর উদ্বোধনের দিনই খেলতে নামবে এটিকে মোহনবাগান । একমাসের মত সময় রয়েছে হাতে । গতবছর যে মাঠে অনুশীলন করেছিল গোয়ার বেনোলিনের সেই মাঠেই এবছরও এটিকে মোহনবাগান প্রস্তুতি সারবে । বৃহস্পতিবার রয় কৃষ্ণ, প্রীতম কোটালদের নিয়ে অনুশীলনে নেমে পড়লেন হাবাস ।
এএফসি কাপের জন্য এই মরসুমে অনুশীলন শুরু করেছিল সবুজ-মেরুন । দুই পর্যায়ে সেই প্রস্তুতি সারলেও এএফসি কাপে ব্যর্থতা সঙ্গী এটিকে মোহনবাগানের । আপাতত সব ভুলে নতুনভাবে আইএসএলের প্রস্তুতি শুরু করতে চাইছেন হাবাস । প্রথমদিন অনুশীলনে নেমে বল নিয়ে অনুশীলন করলেও হাবাস প্রধানত শারীরিক সক্ষমতা বাড়ানোর উপর জোর দিয়েছিলেন । মাদ্রিদ থেকে পুরো কোচিং স্টাফ নিয়ে বুধবার ভারতে পা দিয়েছেন হাবাস । ফুটবলাররাও ধাপে ধাপে যোগ দিয়েছেন ।