পানাজি, 15 ডিসেম্বর :ডার্বির পরে তিন ম্যাচে জয় নেই, লন্ডভন্ড হাবাসের সাজানো বাগান । মুম্বই সিটি এফসি-র পরে জামশেদপুর এফসি-র বিরুদ্ধেও হারতে হয়েছে হাবাসের ছেলেদের । জয় আসেনি চেন্নাইয়ান এফসির বিরুদ্ধেও (ATK Mohun Bagan shares point against Chennaiyin FC)। ৷ চলতি আইএসএলে একেবারেই ছন্দে নেই গতবারের রানার্সরা ৷ পাঁচ ম্যাচে সাত পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগ টেবিলের ছয় নম্বরে এটিকে মোহনবাগান ।
প্রথম থেকে দলে না থাকলেও চোট সারিয়ে চেন্নাইয়ান এফসি-র বিরুদ্ধে মাঠে ফিরেছিলেন তিরি । রক্ষণ অটুট রাখতে ব্যর্থ তিরিও । পাঁচ ম্যাচে একবারই মাত্র ক্লিন সিট রাখতে পেরেছে এটিকে মোহনবাগান । মুম্বই সিটি এফসি-র কাছে পাঁচ গোল খেতে হয়েছে হাবাসের দলকে । আইএসএলে এর আগে এত বড় ব্যবধানে হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়েননি বাগানের স্পেনীয় কোচ । জামসেদপুর এফসি-র বিরুদ্ধে 2-1 ব্যবধানে হেরেছে গঙ্গাপাড়ের ক্লাব ।