পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ইদ্রিসা সিলার শেষ মিনিটের গোলে জয় হাতছাড়া এটিকে মোহনবাগানের - ISL 2020-21

সবুজ মেরুনের জয়ের চিত্রনাট্য এই মরসুমে লিখছেন রয় কৃষ্ণ এবং বাকি দশজন । কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে সেই চিত্রনাট্য ধাক্কা খেল রক্ষণভাগের ছোট ভুলে ।

atk mohun bagan
atk mohun bagan

By

Published : Mar 6, 2021, 10:30 PM IST

গোয়া, 6 মার্চ : ছোট ভুলে বড় ক্ষতি এটিকে মোহনবাগানের । আইএসএলে প্লে অফের প্রথম ম্যাচ খেলতে নেমে নিশ্চিত জয় হাতছাড়া করল তারা । 37 মিনিটে ডেভিড উইলিয়ামসের গোলে এগিয়ে ছিল সবুজ মেরুন । কিন্তু 94 মিনিটে তাদের জয়ের সম্ভাবনায় জল ঢেলে দেন নর্থ ইস্ট ইউনাইটেডের সুপার সাব ইদ্রিসা সিলা । ম্যাচের ফল 1-1 ।

চলতি আইএসএলে আন্তেনিও লোপেজ হাবাসের সাজঘরে ভালো ফুটবলের পাঠশালা খুলেছেন রয় কৃষ্ণ । গোল করে, করিয়ে দলের জয়রথ চালু রাখতে ফিজিয়ান স্ট্রাইকার অক্লান্ত । যেদিন প্রতিপক্ষের পায়ের জঙ্গলে আটকে পড়ছেন সেদিন সতীর্থদের দিয়ে গোলের দরজা খুলছেন । নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে প্লে অফের প্রথম ম্যাচে এটিকে মোহনবাগান 1-1 । সবুজ মেরুনের জয়ের চিত্রনাট্য এই মরসুমে লিখছেন রয় কৃষ্ণ এবং বাকি দশজন । কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে সেই চিত্রনাট্য ধাক্কা খেল রক্ষণভাগের ছোট ভুলে ।

34 মিনিটে পেছন থেকে ভেসে আসা বল ধরে প্রতিপক্ষ ডিফেন্ডারদের এড়িয়ে রয় কৃষ্ণ তা বাড়িয়ে দেন ডেভিড উইলিয়ামসকে । অসাধারণ প্লেসিংয়ে গোল করেন সবুজ মেরুনের নাম্বার নাইন । এখনও পর্যন্ত চারটি গোল করেছেন । গত মরসুমের মত বিধ্বংসী ফর্মে নেই । কিন্তু প্রয়োজনীয় সময়ে জ্বলে উঠে নিজের কার্যকারিতা প্রমাণ করছেন ।

আরও পড়ুন : আইএসএলের ব্যর্থ দলের ট্র্যাজিক হিরো কারা ?

সন্দেশ ঝিঙ্গানের চোট । ফলে নতুনভাবে রক্ষণভাগ সাজাতে হয়েছিল হাবাসকে । ছন্দে নেই বলে তিরিকেও রাখেননি । পরিবর্তে কার্ল ম্যাকহিউজ, প্রীতম কোটাল, প্রবীর দাস, শুভাশীষ বসুকে দিয়ে রক্ষণ সাজিয়ে ছিলেন তিনি । পাশাপাশি আক্রমণ নির্ভর ফুটবল খেলতে 4-3-3 ছকে কৌশল সাজিয়ে ছিলেন । দলের খেলায় রক্ষণ এবং আক্রমণের ভারসাম্যের কথা বলেন । নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে সেটাই দেখা গিয়েছে । লেনি রডরিগেজ, জাভি হার্নান্দেজ, মার্সেলিনহোকে নিয়ে সাজানো মাঝমাঠ আক্রমণ এবং রক্ষণের মধ্যে প্রয়োজনীয় ভারসাম্য রক্ষার কাজটি করেছে । তবুও শেষ রক্ষা হল না ৷ পরিবর্ত হিসেবে মাঠে নামা ইদ্রিসা সিলার গোলের কারণে । ম্যাচের 94 মিনিটে মাচাডোর বাড়ানো সেন্টারে মাথা ছুঁইয়ে দলকে সমতায় ফেরান তিনি ।

শেষবেলার গোলে পুরো পয়েন্ট হাতছাড়া হলেও হাবাসের ছেলেদের কৃতিত্ব খাটো করা যাবে না । বিশেষ করে ডেভিড উইলিয়ামস, মনবীর সিংয়ের অক্লান্ত ফুটবল খালিদ জামিলের ছেলেদের ডানা মেলতে দেয়নি । মাচাডো, গ্যালেগো, কামারা সবুজ মেরুনের দাপুটে ফুটবলে কার্যত নিষ্প্রভ ছিলেন । তাদের নিষ্প্রভতা আরও প্রকট হয়েছিল অরিন্দম ভট্টাচার্যের দুরন্ত গোলরক্ষার সৌজন্যে । অন্তত তিনবার নিশ্চিত গোল বাঁচান । তা সত্ত্বেও ফাইনালে ওঠার পথে এটিকে মোহনবাগান এগোতে পারল না কারণ পুরো ম্যাচে রক্ষণের একটি ভুল । দশ নম্বর ম্যাচেও অপরাজিত খালিদ জামিল বরং শেষ মুহূর্তে ড্র করে শুধু পয়েন্টে ভাগ বসালেন না দ্বিতীয় ম্যাচের জন্য প্রয়োজনীয় আত্মবিশ্বাসও জোগাড় করে নিলেন ।

ABOUT THE AUTHOR

...view details