পানাজি, 7 জানুয়ারি : শেষ মুহূর্তে গোল হজম করে জয়ের হ্যাটট্রিক হাতছাড়া হয়েছে গত ম্যাচে। হাতছাড়া হয়েছে পয়েন্ট টেবিলের মগডালে ওঠার সুযোগ। 48 ঘণ্টার ব্যবধানে ফের ম্যাচে এটিকে মোহনবাগানের। প্রতিপক্ষ ওড়িশা এফসি (ATK Mohun Bagan will take on Odisha FC tomorrow)। প্রথম তিনে ঢুকে পড়ার সুযোগ হাতছাড়া করতে রাজি নন সবুজ-মেরুন কোচ জুয়ান ফেরান্দো। তবে তাঁর পরিকল্পনা রূপায়ণে কাঁটা দলের চোট-আঘাত।
কার্ল ম্যাকহিউ হায়দরাবাদ ম্যাচে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন। আপাতত বিপদ কাটলেও চিকিৎসকরা আরও 48 ঘণ্টা দেখার পর সিদ্ধান্ত নিতে চান। এছাড়াও অভিলাষ পাল, অমরিন্দর সিং, দীপক টাংরি-সহ দলের আরও বেশ কয়েকজনের চোট-আঘাত রয়েছে। সকলকে ম্যাচ ফিট করে তুলতে চেষ্টার ত্রুটি রাখছেন না ফিজিওরা ৷ দীপক টাংরির বদলে লেনি রডরিগেজ কার্যকরী হবেন কি না, তা দলের ফুটবলারদের সামগ্রিক ফিটনেসের উন্নতির উপর নির্ভর করবে। চোট-আঘাতের পাশাপাশি হুগো বুমোসের কার্ড সমস্যা সবুজ-মেরুন হেডস্যারের চিন্তা বাড়াচ্ছে। ফরাসি মিডফিল্ডার চারটি হলুদ কার্ড দেখে ওড়িশা ম্যাচে মাঠের বাইরে। এই অবস্থায় অনেক দিন পরে একাদশে রয় কৃষ্ণা-ডেভিড উইলিয়ামস জুটিকে দেখার সম্ভাবনা (ATK Mohun Bagan depend on Roy Krishna and David Williams for three points against Odisha FC)।