কলকাতা, 22 ডিসেম্বর : চার ম্যাচ পর অবশেষে জয়ে ফিরেছে এটিকে মোহনবাগান ৷ আন্তেনিও লোপেজ হাবাসের পদত্যাগের পর দায়িত্ব নিয়ে প্রথম ম্যাচেই মোহনবাগানকে তিন পয়েন্ট এনে দিয়েছেন হুয়ান ফেরান্দো (Juan Fernando on ATK Mohun Bagan) ৷ অন্যদিকে, প্রাক্তন কোচকে ফের কাছে পেয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছেন ইয়গো বুমোস ৷ নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে জিতে পাঁচ নম্বরে উঠে এসেছে এটিকে মোহনবাগান ৷ ফলে এ বার আর পিছনে না তাকিয়ে, নতুন করে শুরু করতে চাইছেন হুয়ান ফেরান্দো ৷
একদিন আগে দায়িত্ব নিয়েই দলের পরিবেশ আমুল বদলে দিয়েছেন হুয়ান ফেরান্দো ৷ চাপের মধ্যে থাকা প্রীতম কোটাল, রয় কৃষ্ণাদের জন্য মুক্ত বাতাস নিয়ে এসেছেন বাগানের নতুন কোচ ৷ তাই খালিদ জামিলের দলের বিরুদ্ধে খেলতে নামার আগে খেলোয়াড়দের নিজেদের জায়গা তৈরি করতে বলেছিলেন তিনি ৷ ম্যাচের পর হুয়ান ফেরান্দো বলেন, ‘‘আমি ছেলেদের সঙ্গে মূলত কৌশল নিয়ে কথা বলেছি ৷ জায়গা তৈরি করে সেটা কাজে লাগাতে বলি ৷ এখনও সে ভাবে কাজ করার সুযোগ পাইনি ৷ তাই মূলত কৌশল নিয়েই কথা হয়েছে ৷’’
পাহাড়ি দলের বিরুদ্ধে মানসিক লড়াই জেতাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটিকে মোহনবাগানের কাছে ৷ আর সেই দিকেই নজর দিয়েছিলেন সদ্য দায়িত্ব নেওয়া এটিকে কোচ ৷ ম্যাচ শেষে তিনি বলেন, ‘‘দলের খেলোয়াড়রা জানেন আমি কী ধরনের খেলা দেখতে চাই তাঁদের থেকে ৷ বিপক্ষকে চাপে রেখে পজিশন্যাল অ্যাটাকে যাওয়াই আমার লক্ষ্য থাকে ৷ দল সঠিক ভাবেই খেলেছে (Juan Fernando Happy with Team Performance) ৷ তবে বেশ কিছু জায়গায় ভুল হয়েছে ৷ আশা করব যত দিন যাবে, আমার খেলার ধরনের সঙ্গে আরও বেশি মানিয়ে নেবে দলের ফুটবলাররা ৷’’