পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ISL Kolkata Derby : শতবর্ষের ডার্বিতে 12 মিনিটের ঝড়ে নিভল মশাল - Two spanish coach

খেলোয়াড়দের পাশাপাশি ডার্বির লড়াইটা ছিল দুই স্প্যানিশ কোচের (Two spanish coach) মগজাস্ত্রের। সেখানেই রিয়াল মাদ্রিদে কোচিং করানো মানোলো দিয়াজকে টেক্কা দিলেন সবুজ-মেরুনের হেডস্যার আন্তোনীয় লোপেজ হাবাস ৷ শুধু তাই নয়, হাবাসের হাত ধরেই আইসিএল ডার্বিতে জয়ের হ্যাটট্রিক সবুজ-মেরুনের ৷

ISL Kolkata Derby
শতবর্ষের ডার্বিতে নিভল মশাল

By

Published : Nov 27, 2021, 9:26 PM IST

Updated : Nov 27, 2021, 10:13 PM IST

পানাজি, 27 নভেম্বর : খাতায়-কলমে এগিয়ে থেকে শনিবারের ডার্বিতে (ISL Kolkata Derby 2021) নেমেছিল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) ৷ যদিও অতি বড় বাগান সমর্থকও ভাবেননি প্রথম 23 মিনিটেই ডার্বির ভাগ্য নির্ধারিত হয়ে যাবে । গতবছর জোড়া ডার্বিতেই বাজিমাত করেছিল মোহনবাগান । সেই জায়গা থেকেই এবছর শুরু করলেন রয় কৃষ্ণা-হুগো বুমোসরা ৷ গোটা ম্য়াচেই হতশ্রী পারফরম্যান্স মানোলো দিয়াজের ছেলেদের ৷ অন্যদিকে গোটা ম্যাচ জুড়ে মাঠে ফুল ফোঁটালেন জনি কাউকো, লিস্টন কোলাসোরা ৷ ভাস্কোর তিলক ময়দানে এসি ইস্টবেঙ্গলকে (SC East Bengal) হারায় এটিকে মোহনবাগান ৷ ম্যাচের ফল 3-0 হলেও মাত্র 12 মিনিটের ঝড়ে মশাল নিভিয়ে দেন হাবাসের ছেলেরা ৷

আরও পড়ুন : World Cup Playoffs 2022 : প্লে-অফে একই বন্ধনীতে ইটালি-পর্তুগাল, শিকে ছিঁড়বে কার ?

3-5-2 দল সাজিয়ে সবুজ-মেরুনকে রুখে দেওয়ার ছক কষেছিলেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ হেডস্যার দিয়াজ । প্রথম 11 মিনিটে লাল-হলুদের প্রেসিং ফুটবল দেখে মনে হয়নি পরের 10 মিনিটে সুবজ-মেরুন আঝড়ে পড়বে ইস্টবেঙ্গল ডিফেন্সে । 12, 14, ও 23 মিনিটে যথাক্রমে রয় কৃষ্ণা, মনবীর সিং, লিস্টন কোলাসোর গোলে এগিয়ে যায় সবুজ-মেরুন। দ্বিতীয়ার্ধেও সেই চাপ বজায় রেখেছিল গঙ্গাপাড়ের ক্লাব ৷ 33 মিনিটের মাথায় চোট পেয়ে মাঠ ছাড়েন লাল-হলুদ গোলকিপার অরিন্দম ভট্টাচার্য । তার আগেই কার্যত ইস্টবেঙ্গলের কফিনে পরপর পেরেক পুঁতে দিয়েছে কৃষ্ণা, কোলাসোরা ৷ ম্যাচের সেরা জনি কাউকো ৷

অরিন্দম ভট্টাচার্য চোট পেয়ে বেরিয়ে যাওয়ার পরে শুভম সেন নামেন । অখ্যাত গোলরক্ষক কঠিন পরিস্থিতির মধ্যে নেমেও বড় লজ্জ্বার হাত থেকে বাঁচালেন দলকে । অন্তত দু'বার রয় কৃষ্ণা এবং জনি কাউকোর নিশ্চিত গোল রুখে দেন শুভম। না-হলে দ্বিতীয়বার পাঁচ গোলের হার হজম করতে হত পদ্মাপাড়ের ক্লাবকে । পাঁচ গোল না-হলেও আইএসএল ডার্বি জয়ের হ্যাটট্রিক হয়ে গেল মোহনবাগানের ৷ যা টুর্নামেন্টের পরবর্তী পর্যায়ে আত্মবিশ্বাস বাড়াবে কৃষ্ণা-কোলাসোদের ।

Last Updated : Nov 27, 2021, 10:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details