কলকাতা, 10 মার্চ : পরিস্থিতি অনুযায়ী খেলার ধরন বদল করে বাজিমাত আন্তেনিও লোপেজ হাবাসের। আইএসএলের ফিরতি সেমিফাইনালে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে টানা 2 বার 2-1 জিতল এটিকে মোহনবাগান। ডেভিড উইলিয়ামস এবং মনবীর সিং সবুজ মেরুনের গোলদাতা। নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে একমাত্র গোল সুয়ের ভিপির। 13মার্চ খেতাব রক্ষার লড়াইয়ে প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি।
রক্ষণের চিন্তা দূর করতে কিছুটা মরিয়া হয়েই তিরি এবং সন্দেশ ঝিঙ্গানকে নামিয়ে ছিলেন হাবাস। তাঁর পরিকল্পনায় যে ভুল ছিল না তা স্কোরবোর্ডে স্পষ্ট। প্রথম পর্বে আক্রমণ এবং রক্ষণের ভারসাম্য ম্যাচ প্রায় বের করে নিয়েছিল সবুজ মেরুন। কিন্তু সেই ম্যাচে ছোটো ভুলে জয় আসেনি। ফিরতি ম্যাচে প্রথম থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে নর্থ ইস্ট ইউনাইটেডকে ব্যাকফুটে ঠেলে দেন হাবাস। চলতি আইএসএলে হাবাসের দলের প্রাণ ভোমরা রয় কৃষ্ণ। গোল করে এবং করিয়ে দলের চালিকা শক্তি হিসেবে কাজ করেছেন। 15টি গোল করা ফিজিয়ান স্ট্রাইকারের পায়ে বল মানেই প্রতিপক্ষের জোরাল ট্যাকেল কিংবা পায়ের জঙ্গলে প্রতিহত করার চেষ্টা। কিন্তু মঙ্গলবার ফিজিয়ান স্ট্রাইকার গোলমেকারের ভূমিকা পালন করলেন। 38 মিনিটে তিনি প্রতি আক্রমণে দলের প্রথম গোল করালেন ডেভিড উইলিয়ামসকে দিয়ে। 68মিনিটেও মনবীর সিংয়ের জন্য গোলের পাস বাড়ালেন রয় কৃষ্ণ। দুটো ক্ষেত্রেই ডেভিড উইলিয়ামস এবং মনবীর সিং রয় কৃষ্ণের ভালো পাসের মর্যাদা দিলেন অসাধারণ স্কিলের নৈপুণ্য ভরা গোলের মধ্যে দিয়ে।