কলকাতা, 21 জুলাই : নতুন নাম নথিভুক্তকরণের জন্য IFA-র কাছে আবেদন করল এটিকে-মোহনবাগান। গতকাল রাজ্য ফুটবল নিয়ামক সংস্থার দপ্তরে চিঠি পাঠায় মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব এবং কলকাতা গেমস অ্যান্ড প্রাইভেট লিমিটেড । সেই চিঠিতে মোহনবাগানের তরফে এটিকে-মোহনবাগান প্রাইভেট লিমিটেড নামটি নথিভুক্ত করার জন্য আবেদন জানানো হয়েছে ।
সেই সঙ্গে কলকাতা গেমস অ্যান্ড স্পোর্টস প্রাইভেট লিমিটেড আবেদন করেছে, তাদের আগের নথিভুক্ত এটিকে নামটি বাতিল করার জন্য । কারণ, তারা মোহনবাগানের সঙ্গে যুক্ত হয়ে গেছে । কলকাতা লিগে মোহনবাগান কোন নামে খেলবে তা নিয়ে জল্পনা ছিল । তারা আদতে খেলবে কি না তা নিয়েও অনেকের মনে প্রশ্ন ছিল । কিন্তু কলকাতা লিগে এটিকে-মোহনবাগান নাম নথিভুক্ত হওয়ায় যাবতীয় সংশয়ের অবসান ঘটল ।