কলকাতা, 20 জুলাই: আগামী মাসের তৃতীয় সপ্তাহে এএফসি কাপের তারিখ এবং স্থান ঘোষণা করা হল । সূচি অনুসারে এএফসি কাপের দক্ষিণাঞ্চলের গ্রুপ-ডির ম্যাচগুলি অনুষ্ঠিত হবে মালদ্বীপে । অগস্ট মাসের 18,21 এবং 24 তারিখ এটিকে মোহনবাগানের ম্যাচগুলি হবে । সবুজ-মেরুন ছাড়াও মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব,বাংলাদেশের বসুন্ধরা কিংস ক্লাবও রয়েছে এই গ্রুপে । এই তিন ক্লাবের সঙ্গে যোগ দেবে বেঙ্গালুরু এফসি বা মালদ্বীপের ক্লাব ঈগলস । এই দুই দল পরস্পরের বিরুদ্ধে খেলবে । যে দল জিতবে তারা গ্রুপ-ডিতে যোগ দেবে । গ্রুপ-ডির শীর্ষ স্থানাধিকারী দল সিঙ্গল লিগ আন্তঃ আঞ্চলিক সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে । এই ম্যাচগুলি ম্যালে হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে স্থগিত রাখতে হয়েছিল । এখন অবস্থার উন্নতি হওয়ায় এএফসি তারিখ ঘোষণা করল ।
এই সূচি ঘোষিত হওয়ায় আইএফএ-এর কলকাতা লিগের খেলার দিন ঠিক করতে সুবিধা হবে । এদিকে নতুন মরসুমের জন্য এটিকে মোহনবাগানের দল গোছানোর কাজ চালু রাখা হয়েছে । গত বছর দলের কার্ল ম্যাকহিউকে দলে রাখল তারা । আয়ারল্যান্ডের মিডফিল্ডার জানিয়েছেন, দলের স্প্যানিশ কোচ আন্তেনিও লোপেজ হাবাসের কারণেই তিনি আরও এক মরসুম এটিকে মোহনবাগানের হয়ে খেলার সিদ্ধান্ত নিলেন । 28 বছর বয়সী ফুটবলারটি মাঝমাঠের পাশাপাশি রক্ষণের দায়িত্বও সামলাতে পারেন ।