গোয়া, 8 অক্টোবর : বাধ্যতামূলক কোয়ারানটিনে থাকলেও দলের প্রস্তুতি থেকে নিজেকে সরিয়ে রাখেননি ATK-মোহনবাগানের কোচ আন্তেনিও লোপেজ হাবাস । গত রবিবার এদেশে পা দিয়েছেন তিনি । এই মুহূর্তে গোয়ায় সবুজ মেরুন ব্রিগেড ঘাঁটি গেড়েছে । সেখানেই চলছে তাদের প্রিসিজ়ন কন্ডিশনিংয়ের প্রথম পর্ব । তিন স্প্যানিশ ফুটবলারকে নিয়ে হাবাস গোয়ায় পা দিয়েই ফুটবলারদের অনুশীলন সরজমিনে দেখেছেন । যদিও এর আগে স্পেন থেকে অনলাইনে ফুটবলারদের অনুশীলনের উপর নজর রেখেছিলেন তিনি ।
তিনি যোগ দিতেই ATK-মোহনবাগানের ছবি বদলে গেছে । হাবাস দলের প্রস্তুতি, টিম ম্যানেজমেন্টের ব্যবস্থাপনায় খুশি । তিনি জানেন, চলতি ISL-এর ছবি সবদিক থেকে আলাদা । সদস্য-সমর্থকদের প্রত্যাশার চাপ রয়েছে । ইস্টবেঙ্গলের মতো চিরপ্রতিদ্বন্দ্বীর চ্যালেঞ্জ সামলাতে হবে । কিন্তু হাবাস বলে দিচ্ছেন, তিনি শুধু ডার্বি নিয়ে চিন্তিত নন । প্রতিযোগিতার অন্য ম্যাচগুলোর মতো ইস্টবেঙ্গল ম্যাচও একটি ম্যাচ । ডার্বির ইতিহাস তাঁর জানা রয়েছে । তাই যখন সময় আসবে তখন এই ম্যাচ নিয়ে ভাবনাচিন্তা করবেন । আপাতত প্রিসিজ়ন কন্ডিশনিংয়ের পরিকল্পনা নিয়েই ভাবছেন হাবাস ।