ম্যাঞ্চেস্টার, 25 সেপ্টেম্বর : একযুগ পর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মাঠ থেকে তিন পয়েন্ট নিয়ে ফিরল অ্যাস্টন ভিলা। 2009 সালের ডিসেম্বরের পর প্রথমবার ওল্ড ট্রাফোর্ডে জিতল তারা। শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচের অতিরিক্ত সময়ের গোলে হার হজম করে ম্যান ইউ ৷ দলের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নিজের ছায়া হয়ে থাকলেন। পল পগবা, হ্যারি ম্যাগুইয়ার, রাফায়েল ভারানেরাও আলো ছড়াতে ব্যর্থ। নাটকীয় অন্তিম মুহূর্তে পেনাল্টি মিস করলেন ব্রুনো ফার্নান্ডেজ ৷ আর শেষ মুহূর্তে গোল করে ম্যান ইউ-কে 1-0 হারাল অ্যাস্টন ভিলা ৷
রোনাল্ডো থাকা সত্ত্বেও ব্রুনোর পেনাল্টি নেওয়া নিয়ে দেখা দিয়েছে নতুন বিতর্ক। তিনদিন আগে ওয়েস্ট হ্যামের কাছে ০-১ হেরে লিগ কাপের তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছে রেড ডেভিলস ৷ সেই ম্যাচে অবশ্য রোনাল্ডোকে বিশ্রাম দিয়েছিল টিম ম্যানেজমেন্ট ৷ কিন্তু এদিন প্রিমিয়র লিগে অ্যাস্টন ভিলার বিরুদ্ধে রোনাল্ডো পুরো ম্যাচ খেলেও হারতে হল ম্যান ইউ-কে ৷
ম্যাচে 60 শতাংশ বল নিজেদের দখলে রেখেও জিততে ব্যর্থ তারকাখচিত দলটি ৷ 28টি শটের মধ্যে মাত্র 4টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়েছিলেন রোনাল্ডো-পগবারা। আর অ্যাস্টন ভিলার 7টি শটের 3টি লক্ষ্যে রাখে। নবম মিনিটে ডি-বক্সে ঢুকে রোনাল্ডোর নেওয়া শট বাইরে যায়। ম্যান ইউ জার্সিতে দ্বিতীয় অভিষেকে প্রথম তিন ম্যাচে চারটি গোল করেছেন রোনাল্ডো। এদিন নিজেকে মেলে ধরতে পারলেন না পর্তুগিজ সুপারস্টার ৷