পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

জাতীয় শিবিরে যোগ দিতে নির্দেশিকায় সই করতে হচ্ছে সুনীলদের - FIFA

নতুন সুরক্ষা বিধির প্রচলন ভারতের আগে বিদেশে ইতিমধ্যে শুরু হয়েছে। সেখানে মে মাসে বল গড়ানোর আগে ক্রীড়াবিদদের কাছে নির্দেশিকা পাঠানো হয়েছিল । ভারতে SAI এগারোটি খেলাকে মাঠে নেমে অনুশীলনের অনুমতি দিয়েছে। তবে সেখানেও বিধিনিষেধের লক্ষণরেখা রয়েছে।

INDIA
INDIA

By

Published : Aug 6, 2020, 4:36 AM IST

কলকাতা , 5 অগাস্ট : ফুটবলারদের কাছে জাতীয় শিবিরে যোগ দেওয়ার শর্তাবলী পাঠালো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন । কোচ ইগর স্টিমাচের অধীনে ভারতীয় দলের প্রাক বিশ্বকাপের প্রস্তুতি শিবির শুরু হবে আগামী মাসে। কোরোনা প্যানডেমিক এখন সবকিছুতেই নির্দেশিকার লক্ষণরেখা টেনে দিচ্ছে। ক্রীড়াদুনিয়া সেই লক্ষণরেখার বাইরে নয়।

নিউ নর্মাল লাইফে অভ্যস্ত হতে স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া নির্দেশিকা জারি করেছে। যা ক্রীড়াবিদদের মানতে হচ্ছে। কোরোনা পরিস্থিতি সত্ত্বেও ট্রেনিং শিবিরে যোগ দেওয়ার ক্ষেত্রে ক্রীড়াবিদদের সম্মতি দিতে হচ্ছে । সুনীল ছেত্রী, গুরপ্রীত সিং সান্ধুরাও এই নিয়মের বাইরে নন। তাঁদেরও SP-তে থাকা শর্তে সম্মতি দিতে হবে । তারপরই তাঁদের শিবিরে যোগদানের অনুমতি মিলবে ।

নতুন সুরক্ষা বিধির প্রচলন ভারতের আগে বিদেশে ইতিমধ্যে শুরু হয়েছে। সেখানে মে মাসে বল গড়ানোর আগে ক্রীড়াবিদদের কাছে নির্দেশিকা পাঠানো হয়েছিল । ভারতে SAI এগারোটি খেলাকে মাঠে নেমে অনুশীলনের অনুমতি দিয়েছে। তবে সেখানেও বিধিনিষেধের লক্ষণরেখা রয়েছে। ফুটবলকে সেই তালিকায় রাখা হয়নি ।

এশিয়ান ফুটবল কনফেডারেশন প্রাক বিশ্বকাপের যে সূচি ঘোষণা করেছে তাতে অক্টোবর মাসের আট তারিখ ঘরের মাঠে কাতারের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় দল । তার পরে 12 নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে নামবে ভারত। 12 নভেম্বর ঘরের মাঠে মেন ইন ব্লুরা নামবে আফগানিস্তানের বিপক্ষে। তবে করোনা ভাইরাসের প্রকোপের দিকে লক্ষ্য রেখে ম্যাচে পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। সেক্ষেত্রে ম্যাচের জায়গা বদল হতে পারে।

ABOUT THE AUTHOR

...view details