লন্ডন, 25 অক্টোবর : ভারতীয় তথা বাঙালি সমর্থকদের দুর্গাপুজোর শুভেচ্ছা জানাল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল । শুভেচ্ছা জানিয়ে সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে তারা ।
ভারতীয় সমর্থকদের দুর্গাপুজোর শুভেচ্ছা আর্সেনালের - durgapuja 2020
ভিডিয়ো পোস্টের ক্যাপশনে লেখা ছিল, "শুভ দুর্গাপুজো গানার্স ।"
ভারতীয় ফ্যানেদের দুর্গাপুজোর শুভেচ্ছা আর্সেনাল ফুটবল ক্লাবের
শতবর্ষ পুরোনো ইংলিশ প্রিমিয়র লিগের এই ক্লাবটির এদেশে ফ্যান ফলোয়িং নেহাত কম নয় । বছরের পর বছর ধরে আর্সেনালকে সমর্থন করে যাচ্ছেন এমন অনুরাগীও রয়েছেন । শনিবার মহাষ্টমীর দিন ফেসবুকে ক্লাবের পক্ষ থেকে একটি ভিডিয়ো পোস্ট করা হয় । ওই ভিডিয়ো পোস্টের ক্যাপশনে লেখা ছিল, "শুভ দুর্গাপুজো গানার্স ।"
প্রিয় ক্লাবের পক্ষ থেকে এমন শুভেচ্ছা পেয়ে আপ্লুত বাঙালি সমর্থকরা । ক্লাবকে ধন্যবাদ জানিয়ে পালটা শুভেচ্ছা জানাতেও ভোলেননি তাঁরা । শেয়ার ও লাইকও চোখে পড়ার মতো ।