কলকাতা, 1 অগাস্ট: ISL-এর ম্যাচে দর্শকের থেকে পুলিশ ও স্বেচ্ছাসেবকের সংখ্যা বেশি থাকে । এভাবেই দেশের একনম্বর ফুটবল লিগকে ঠুকলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ।
ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষ পালন অনুষ্ঠানে এসেছিলেন তিনি । সেখানে অরূপবাবু বলেন, ‘‘ভারতীয় ফুটবলে ইস্টবেঙ্গলের অবদান অস্বীকার করা যাবে না । যে কয়টি ক্লাবের ওপর দেশের ফুটবল দাঁড়িয়ে তাদের মধ্যে শতাব্দী প্রাচীন এই ক্লাব অন্যতম । লড়াইয়ে হার না মানা মনোভাবে ভিত্তি করে দীর্ঘ পথ পেরিয়ে এসেছে ইস্টবেঙ্গল । তাই তারা যদি ISL না খেলে তাহলে টুর্নামেন্টটি ফ্যাকাশে হয়ে যাবে । তাই ISL কে চিন্তা করতে হবে ইস্টবেঙ্গল কোথায় খেলবে ।’’