বেদুম, 29 জুন : অবসর ভেঙে ফের মাঠে ফিরছেন ডাচ ফুটবল তারকা আর্জেন রবেন ৷ বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদ এবং চেলসির এই প্রাক্তন তারকা FC গ্রোনিঙ্গেনের হয়ে সই করেছেন ৷ এই ক্লাব দিয়েই ফুটবল কেরিয়ারের সূচনা করেছিলেন রবেন ৷ শুরুটা যেখান থেকে করেছিলেন 36 বছর বয়সে সেখানেই ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ডাচ ফরোয়ার্ড ৷
2017 সালে জাতীয় দল থেকে অবসর নিয়েও ক্লাব ফুটবলে দাপিয়ে খেলছিলেন রবেন ৷ জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে সম্ভাব্য সব সাফল্যই ধরা দিয়েছে তাঁর হাতে ৷ 2013 সালে বায়ার্নের হয়ে ত্রিমুকুট জেতেন ৷ এক দশক ধরে জার্মান ক্লাবটির হয়ে খেলা এই ফুটবলার 2019 সালে বর্ণময় ফুটবল কেরিয়ারের ইতি টানেন ৷ কিন্তু অবসরের এক বছরের মধ্যে সকলকে চমকে দিয়ে ফের মাঠে প্রত্যাবর্তনের কথা ঘোষণা করলেন রবেন ৷
2000 সালে গ্রোনিঙ্গেনের হয়ে যোগ দেন রবেন ৷ দুটি মরশুম খেলার পর PSV আইন্দহোভেনে যোগ দেন ৷ এরপর চেলসি, রিয়াল মাদ্রিদ হয়ে 2009 সালে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখে পা দেন তিনি ৷ ফেরার কথা ঘোষণা করতে গিয়ে রবেন বলেছেন, "গ্রোনিঙ্গেনের ইয়ুথ অ্যাকাডেমিতে যখন খেলা শুরু করি তখন আমার বয়স ছিল মাত্র 12 বছর ৷ 18 বছর পর সেখানেই আবার ফিরছি ৷ এটা আমার কাছে হোম কামিং ৷ কঠিন সময়ে ক্লাবের পাশে দাঁড়ানোর জন্যই ফেরার সিদ্ধান্ত নিয়েছি ৷ খেলোয়াড় হিসেবে গ্রোনিঙ্গেনের হয়ে প্রত্যাবর্তন করছি ৷"
বেশ কিছুদিন ধরেই গ্রোনিঙ্গেনের এক সমর্থক গোষ্ঠী রবেনকে মাঠে ফেরার অনুরোধ জানাচ্ছিলেন ৷ শেষ পর্যন্ত সমর্থকদের অনুরোধ রাখলেন তিনি ৷ কোরোনার কারণে ডাচ লিগে 2019-20 মরশুম বাতিল হয়েছে ৷ আগামী মরশুমে গ্রোনিঙ্গেনে ডাচ ফরোয়ার্ডের অন্তর্ভুক্তি দলের জন্য ভালো খবর ৷