কলকাতা, 30 ডিসেম্বর : আন্তেনিও লোপেজ হাবাস বলছেন, তাঁর দলের ডিফেন্ডারদের পারফরম্যান্স প্রত্যাশিত মানে পৌঁছায়নি । তা সত্ত্বেও এক পয়েন্ট ঘরে তোলা গিয়েছে দেখে তিনি খুশি । পয়েন্ট টেবিলের শীর্ষে এটিকে-মোহনবাগান । পুরো দল যখন চেন্নায়িন এফসির বিরুদ্ধে ছন্দহীনভাবে ব্যাকফুটে তখন পারফরম্যান্সের তুঙ্গে উঠে পয়েন্ট তুলে নিয়ে এল অরিন্দম ভট্টাচার্যের দুটো হাত ।
একাধিকবার দলের পতন রক্ষা করে ম্যাচের সেরা তিনি । অভিনন্দনের হাত এগিয়ে এসেছে । সতীর্থরা ধন্যবাদ জানিয়েছেন সাজঘরে । বছর শেষে সুখী সাজঘরের ছবি দেখে খুশি অরিন্দমও । এখানেই শেষ নয়, চেন্নায়িনের বিরুদ্ধে পাওয়া ম্যাচের সেরার পুরস্কার ‘‘মা’’কে উৎসর্গ করেছেন ।" বলেন, "আজ বুধবার আমার মা, অন্তরা ভট্টাচার্যের জন্মদিন । হোটেলে ফিরে ভিডিয়ো কলে মায়ের কেক কাটা দেখেছি । বলেছি এবার অনুপস্থিত, তাই ম্যাচের সেরার পুরস্কার তোমাকে উৎসর্গ করছি । বাবা মারা যাওয়ার পর মা আমার অনুপ্রেরণা ।"