পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

East Bengal: এক বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে অরিন্দম

সব জল্পনার অবসান ঘটিয়ে এসি ইস্টবেঙ্গলে সই করলেন অরিন্দম ভট্টাচার্য। সোমবার লাল-হলুদের জালে ধরা পড়লেন গত আইএসএল-এ গোল্ডেন গ্লাভস জয়ী এই বাঙালি গোলকিপার।

By

Published : Sep 6, 2021, 8:09 PM IST

arindam bhattacharya
এক বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে অরিন্দম

কলকাতা, 6 সেপ্টেম্বর: অরিন্দম ভট্টাচার্যকে সই করাল এসসি ইস্টবেঙ্গল। বেশ কয়েক দিন ধরেই তাঁর সঙ্গে কথাবার্তা চালাচ্ছিলেন লাল-হলুদ কর্তা। সোমবারই গত আইএসএল-এর সেরা গোলকিপারের সঙ্গে এক বছরের চুক্তি করল ইস্টবেঙ্গল ৷

এদিন বিকেলে এসসি ইস্টবেঙ্গলের তরফে গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্যের যোগদানের কথা জানানো হয় ৷ গত আইএসএলের সোনার গ্লাভস জয়ী গোলরক্ষকের লাল-হলুদ জার্সি পড়া ছিল শুধু সময়ের অপেক্ষা। অমরিন্দার সিং-কে এবার এটিকে মোহনবাগান সই করার পরেই আন্তেনিও লোপেজ হাবাসের দলের বাঙালি গোলরক্ষক ব্রাত্য় হয়ে পড়েন ৷ ফলে ক্লাব ছাড়তে মুখিয়ে ছিলেন অরিন্দম ৷

আরও পড়ুন :ওভাল টেস্টে 'বিরাট' জয়ের হাতছানি টিম ইন্ডিয়ার

গত মরসুমে দুরন্ত পারফরম্যান্সের পরেও এই অবহেলা অরিন্দম মানতে পারেননি। এসসি ইস্টবেঙ্গল চুক্তি বিতর্ক মিটিয়ে দলগঠনে নামার প‍রে অরিন্দম সবাইকে অবাক করে এটিকে মোহনবাগানের কাছ থেকে রিলিজ নিয়ে নেন। তারপর থেকেই তার ইস্টবেঙ্গলের জার্সি পড়ার খবরটি জোরালো হয়। গত মরসুমের সোনার গ্লাভস জয়ী গোলরক্ষককে দলে পেতে চেষ্টা করেছিল কেরালা ব্লাস্টার্সও ৷

তারা এসসি ইস্টবেঙ্গলের মত একবছরের চুক্তির বদলে অরিন্দমের সঙ্গে চারবছরের চুক্তি করতে আগ্রহ দেখিয়ে ছিল। তবে প্রথম বছর তাদের চুক্তির অঙ্ক কম থাকলেও পরবর্তী তিন বছর দেড় কোটি টাকা করে দেওয়া হবে বলে বলা হয়েছিল। এছাড়াও অরিন্দমকে দলে নিতে আগ্রহী দেখায় আইএসএল চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি।

আরও পড়ুন :কোহলির 'গুস্সা', ড্রেসিংরুমের দরজায় আঘাত করে হতাশা প্রকাশ বিরাটের

তিন দলের প্রস্তাবে দ্বিধায় পড়ে যান বাঙালি গোলরক্ষক। তুলনায় ইস্টবেঙ্গলের প্রস্তাব কম হলেও তা নিয়ে আলোচনার সুযোগ রয়েছে বলে জানিয়েছিলেন তিনি । এই অবস্থায় সোমবার অরিন্দম ব্যক্তিগত কাজ সেরে দিল্লি থেকে ফিরে এসসি ইস্টবেঙ্গলের অফিসে আলোচনায় বসেন। সেখানেই লাল হলুদ জার্সি পড়ার বিষয়টি পাকা হয়ে যায় ৷

ABOUT THE AUTHOR

...view details