পানাজি, 4 অক্টোবর: প্রতীক্ষার অবসান ৷ অবশেষে এসসি ইস্টবেঙ্গলের জার্সি গায়ে চাপিয়ে আইএসএল খেলতে গোয়া পৌঁছে গেলেন অরিন্দম ভট্টাচার্য ৷ রবিবারই গোয়া ভিলাজিওতে পৌঁছেছেন সদ্য লাল-হলুদে যোগ দেওয়া গোলরক্ষক ৷
সেপ্টেম্বরের শুরুতে এসসি ইস্টবেঙ্গলে যোগদান করেন এই বাঙালি গোলরক্ষক ৷ কেরালা ব্লাস্টার্স-সহ একাধিক আইএসএল ক্লাবের অফার অরিন্দমের কাছে থাকলেও শেষবেলায় বাজিমাত করে যায় লাল-হলুদের বিনিয়োগকারীরা ৷ এটিকে-মোহনবাগান জার্সিতে গতবার আইএসএলে গোল্ডেন গ্লাভস জয়ী গোলরক্ষককে দলে পেয়ে উৎসাহে মেতে ওঠে ইস্টবেঙ্গল জনতা ৷
কিন্তু লাল-হলুদে যোগ দেওয়ার দিনকয়েকের মধ্যেই করোনা সংক্রামিত হন এই বাঙালি গোলরক্ষক ৷ উদ্বেগ বাড়ে ইস্টবেঙ্গল শিবিরে ৷ তবে স্বল্প সময়ের মধ্যেই নিজেকে ফিট ঘোষণা করে দ্রুত মাঠে ফেরার বার্তা দিয়েছিলেন লাল-হলুদ দুর্গের শেষ প্রহরী ৷ রবিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে গোয়া উড়ে যাওয়ার কথা জানান 32 বছর বয়সী গোলরক্ষক ৷