পানাজি, 28 নভেম্বর : আইএসএল ডার্বিতে হারের হ্যাটট্রিক ৷ সবুজ-মেরুনের কাছে 3 গোলে বিধ্বস্ত হওয়ার দিনে লাল-হলুদ সংসারে অশনি সংকেত নেতা অরিন্দম ভট্টাচার্যের (Arindam Bhattacharya) হাঁটুতে চোট ৷ ডার্বিতে শনিবার প্রথমার্ধেই মাঠ ছাড়েন গতবারের গোল্ডেন গ্লাভস বিজেতা ৷ অরিন্দমের হাঁটুর অবস্থা জানতে রবিবার এমআরআই স্ক্যান করা হয় (Arindam Bhattacharya goes through MRI scan on Sunday)। রিপোর্টের অপেক্ষায় এসসি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট।
হাতে সময় কম ৷ মঙ্গলবার ওড়িশা এফসির বিরুদ্ধে ফের মাঠে নামবে লাল-হলুদ (SC East Bengal Will Take On Odisha FC On Tuesday)। তার আগে রবিবার বিকেলে রিকভারি সেশনে নেমে হালকা গা-ঘামান ফুটবলাররা। ডার্বিতে হার নিয়ে একটি শব্দও ফুটবলারদের সামনে এদিন খরচ করেননি কোচ মানোলো দিয়াজ (Jose Manolol Diaz)। যদিও ধাক্কা ভুলে সামনে তাকানোর বার্তা দিলেন তিনি ৷ অন্ধকারেও লাল-হলুদে এক চিলতে আলো শুভম সেন (Suvam Sen)। উত্তরপাড়ার তরুণ গোলরক্ষক কলকাতা ময়দানে পরিচিত মুখ। অরিন্দম মাঠ ছাড়ার পর তাঁর দস্তানাতেই বড় ম্যাচে বড় লজ্জা এড়িয়েছে ইস্টবেঙ্গল ৷ উয়াড়ি, কালিঘাট, কাস্টমস, ইউনাইটেড স্পোর্টসের হয়ে লাল-হলুদ।
ইউনাইটেড স্পোর্টস কর্তা নবাব ভট্টাচার্য বলছিলেন, "ওর মধ্যে আইএসএলের যে কোনও দলে খেলার মশলা ছিল । কিন্তু কোনও এজেন্ট নেই, তাই হচ্ছিল না। শ্রেনিক শেঠ আমার পোস্ট সামাজিক মাধ্যমে দেখার পর ওঁকে দলে নেওয়ার ব্যাপারে উদ্যোগী হয়। ডার্বিতে যে অবস্থায় নেমেছিল সেখানে মন শক্ত রাখা কঠিন। চ্যালেঞ্জ নিয়ে সাহসিকতার সঙ্গে গোলরক্ষা করেছে। ওঁর ভবিষ্যৎ নিয়ে আমি আশাবাদী। কাস্টমস ওকে চারবছর খেলিয়েছে। কিন্তু চাকরির প্রতিশ্রুতি দিয়েও রাখেনি ৷"