ব্রাসিলিয়া (ব্রাজিল), 6 জুলাই : নজরে কোপা আমেরিকা ফাইনাল ৷ ব্রাজিলের বিরুদ্ধে ফাইনাল খেলার লক্ষ্যে কলম্বিয়ার বাধা টকপাতে হবে আর্জেন্টিনাকে ৷ বিশেষ করে কলম্বিয়ার গোলরক্ষক ডেভিড ওসপিনারার বাধা টপকাতে হবে মেসির আর্জেন্টিনাকে ৷ বুধবার সকালে ব্রাসিলায়ার গারিঞ্চা স্টেডিয়ামে সেমির মহারণে কলম্বিয়া ও আর্জেন্টিনা ৷
প্রথম সেমিফাইনালে পেরুকে 1-0 গোলে হারিয়ে ফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে আয়োজক ব্রাজিল ৷ ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে ব্রাজিল তারকা নেইমারের বলছেন, তিনি ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হতে চান ৷
দুরন্ত ফর্মে আছেন আর্জিন্টিনা তারকা লিওনেল মেসি ৷ বার্সেলোনার ফর্ম ধরে রেখে টুর্নামেন্টে ইতিমধ্যে 4টি গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় সবার উপরে আছেন ৷ একই সঙ্গে চারটি অ্যাসিস্টও আছে মেসির ৷ যা কোনও টুর্নামেন্টে এখনও পর্যন্ত আর্জেন্টিনার হয়ে মেসির সেরা পারফরমেন্স ৷ কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরকে 3-0 গোলে হারায় আর্জেন্টিনা ৷ সেই ম্যাচে একটি গোল করার পাশাপাশি দুটি অ্যাসিস্ট করেন তিনি ৷