পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

কোপা অ্যামেরিকার শেষ আটে আর্জেন্টিনা - কোপা আমেরিকা

প্রথম দুটো ম্যাচে না জেতায় এই ম্যাচে জিততেই হত আর্জেন্টিনাকে ।

argentina

By

Published : Jun 24, 2019, 1:16 PM IST

পোর্তো আলেগ্রা (ব্রাজ়িল), 24 জুন : কাতারকে হারিয়ে কোপা অ্যামেরিকার শেষ আটে পৌঁছাল আর্জেন্টিনা । গতকালের ম্যাচে কাতারকে 2-0 গোলে হারায় তারা ।

ম্যাচের চার মিনিটের মাথায় প্রথম গোল করে আর্জেন্টিনা । মার্টিনেজ় গোল করে এগিয়ে দেয় দলকে । দ্বিতীয় গোল আসে ম্যাচের 82 মিনিটের মাথায় । অ্যাগুয়েরো 2-0 করেন । পুরো ম্যাচজুড়ে সেরকম আধিপত্য দেখাতে পারেনি আর্জেন্টিনা । গোল পাননি মেসিও । একাধিকবার জালে বল ঢোকানোর চেষ্টা করলেও কাতারের ডিফেন্স তাঁকে আটকে দেয় ।

প্রথম ম্যাচে কলম্বিয়ার কাছে 2-0 গোলে হারে আর্জেন্টিনা । দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে 1-1 গোলে ড্র করে । ফলে চাপ বাড়ছিল তাদের উপর । শেষ আটে যেতে গেলে কাতারের বিরুদ্ধে জিততেই হত মেসিদের । শেষ পর্যন্ত গতকাল কাতারকে 2-0 গোলে হারায় আর্জেন্টিনা । কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ 29 জুন । মুখোমুখি ভেনেজ়ুয়েলা ।

কলকাতায় মেসির জন্মদিন পালন

আজ মেসির জন্মদিন । এরপর 24 ঘণ্টা আগে আর্জেন্টিনার জয়ে খুশি মেসি ভক্তরা । বিশ্বের পাশাপাশি কলকাতাতেও পালিত হল মেসির জন্মদিন ।

সাজিয়ে ফেলা হয়েছে মেসির ছবি জার্সি দিয়ে

ABOUT THE AUTHOR

...view details