পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Argentina : টানা 26 ম্যাচে অপরাজিত থেকে ব্রাজিলের সামনে মেসিরা - বিশ্বকাপের টিকিট প্রায় নিশ্চিত করে ফেলবে আর্জেন্টিনা

হ্যামস্ট্রিংয়ে চোট থাকা সত্ত্বেও মেসিকে রেখেই দল ঘোষণা করেছিল লিওনেল স্কলোনি ৷ উরুগুয়ে ম্যাচে 75 মিনিটে মাঠে নেমেছিলেন তিনি ৷ ব্রাজিল ম্যাচে হয়তো শুরু থেকেই নামবেন তিনি ৷ অন্যদিকে লাতিন আমেরিকার গ্রুপ থেকে ইতিমধ্যেই বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে ফেলেছে নেইমাররা ৷

Argentina
ব্রাজিল-বধ করতে পারলেই বিশ্বকাপের টিকিট প্রায় নিশ্চিত করে ফেলবে আর্জেন্টিনা

By

Published : Nov 15, 2021, 1:17 PM IST

সান জুয়ান, 15 নভেম্বর : শেষ ম্যাচে উরুগুয়েকে হারিয়ে কাতার বিশ্বকাপে যোগ্যতা অর্জনের আরও কাছে চলে এসেছে লিও মেসিরা । এই নিয়ে টানা 26টি ম্যাচে অপরাজিত কোপা চ্যাম্পিয়নরা ৷ 3 জুলাই, 2019 সালের পর থেকে অপরাজিত তারা ৷ পাশাপাশি, বুধবার ঘরের মাঠে ব্রাজিল-বধ করতে পারলেই বিশ্বকাপের টিকিট প্রায় নিশ্চিত করে ফেলবে আর্জেন্টিনা ৷

শেষবার কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্ধী দেশ ৷ অ্যান্জেল ডি মারিয়ার একমাত্র গোলে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা ৷ 12 ম্যাচে 34 পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকার গ্রুপ থেকে ইতিমধ্যেই বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে ফেলেছে নেইমাররা ৷ ফলে আপাত নিরীহ ম্যাচেও বদলা নিতে মরিয়া থাকবে ব্রাজিল ৷ অন্যদিকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে ব্রাজিলকে হারাতে ঝাঁপাবে আর্জেন্টিনাও ৷ এই মুহূর্তে 12 ম্যাচ খেলে 28 পয়েন্ট পেয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে মেসিরা ৷

আরও পড়ুন : ATK Mohun Bagan : ডার্বি ভুলে বাগানের ভাবনায় এখন শুধুই কেরালা ব্লাস্টার্স

বাকি দু’টি স্থানের জন্য লড়ছে ইকুয়েডর, চিলি, কলম্বিয়া এবং উরুগুয়ে । যদিও চার দলের মধ্যে 13 ম্যাচে 20 পয়েন্ট পেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে ইকুয়েডর ৷ সমসংখ্যক ম্যাচে বাকি তিন দলেরই পয়েন্ট 16 । গ্রুপের প্রথম চার দল সরাসরি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করবে । এখনও পর্যন্ত প্রতিযোগিতামূলক ম্যাচে 112 বার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা-ব্রাজিল ৷ যেখানে 46বার জয় পেয়েছে ব্রাজিল, 41টি ম্যাচে আর্জেন্টিনা জয় পেয়েছে । 25টি ম্যাচ ড্র হয়েছে । 161টি গোল করেছে আর্জেন্টিনা । ব্রাজিল করেছে 163টি গোল ।

ABOUT THE AUTHOR

...view details