সান জুয়ান, 15 নভেম্বর : শেষ ম্যাচে উরুগুয়েকে হারিয়ে কাতার বিশ্বকাপে যোগ্যতা অর্জনের আরও কাছে চলে এসেছে লিও মেসিরা । এই নিয়ে টানা 26টি ম্যাচে অপরাজিত কোপা চ্যাম্পিয়নরা ৷ 3 জুলাই, 2019 সালের পর থেকে অপরাজিত তারা ৷ পাশাপাশি, বুধবার ঘরের মাঠে ব্রাজিল-বধ করতে পারলেই বিশ্বকাপের টিকিট প্রায় নিশ্চিত করে ফেলবে আর্জেন্টিনা ৷
শেষবার কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্ধী দেশ ৷ অ্যান্জেল ডি মারিয়ার একমাত্র গোলে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা ৷ 12 ম্যাচে 34 পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকার গ্রুপ থেকে ইতিমধ্যেই বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে ফেলেছে নেইমাররা ৷ ফলে আপাত নিরীহ ম্যাচেও বদলা নিতে মরিয়া থাকবে ব্রাজিল ৷ অন্যদিকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে ব্রাজিলকে হারাতে ঝাঁপাবে আর্জেন্টিনাও ৷ এই মুহূর্তে 12 ম্যাচ খেলে 28 পয়েন্ট পেয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে মেসিরা ৷