রিও ডি জেনেইরো, 19 জুন : এমনিতেই বঙ্গে বৃষ্টি বাদলা ৷ তার উপর উইকএন্ড ৷ কিন্তু তা সত্ত্বেও ভোরে উঠে, কফির কাপ নিয়ে টিভির সামনে বসে পড়া ৷ সবুজ ঘাসের গালিচায় লিওনেল মেসির বাঁ পায়ের কারুকার্য দেখার জন্যই ঘুম থেকে ওঠা ৷ ইউরো-কোপার মরশুমে রোনাল্ডোর জন্য রাত জাগা হলে, অবশ্যই ভোরে ওঠা মেসির জন্য ৷ আর আর্জেন্টিনার জয় যে বাঙালির উইকেন্ডের শুরুটা ভালই করল, তার অপেক্ষা রাখে না ৷
কোপার শুরুটা ভাল হয়নি লা আলবিসেলেস্তেদের ৷ চিলির বিরুদ্ধে ড্র দিয়ে শুরু করেন লিওনেল মেসিরা ৷ মেসির দুরন্ত ফ্রি কিকে গোল ছাড়া আর্জেন্টিনার খেলা হতাশই করেছিল সমর্থকদের ৷ আর্জেন্টিনার খেলায় পজিটিভিটির অভাব লক্ষ্য করেন ভক্তরা ৷ তবে ব্রাজিলের এস্তাদিও স্টেডিয়ামে উরুগুয়ের বিরুদ্ধে প্রথম থেকেই আক্রমণাত্মক দেখায় আর্জেন্টিনাকে ৷ মেসি, মার্টিনেজরা মুহুর্মুহুর আক্রমণে ব্যস্ত রাখেন উরুগুয়ের গোলরক্ষক মুসলেরাকে ৷ ছেনা ছন্দে দেখা যায় ফুটবলের রাজপুত্রকে ৷ আক্রমণের ফল আসে 13 মিনিটে ৷ শর্ট কর্নার থেকে মেসির ক্রসকে মাথায় ছুঁইয়ে জালে জড়িয়ে দলকে এক গোলে এগিয়ে দেন গুডিয়ো রড্রিগেস ৷ আন্তর্জাতিক ম্যাচে এটিই গুডিয়োর প্রথম গোল ৷