পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ATK Mohun Bagan : জনি কাউকো, হুগো বুমোসকে ম্যাচে দেখে নিতে চান হাবাস - আইএসএল

চলতি বছর ইউরো কাপে ফিনল্যান্ডের হয়ে খেলে আইএসএল-এ মোহনবাগানের জার্সি পড়েছেন ফিনল্যান্ডের জনি কাউকো ৷ গতবারের চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি থেকে সবুজ-মেরুনে যোগ দিয়েছেন ফ্রান্সের হুগো বুমোস ৷

ATK Mohun Bagan
জনি কাউকো, হুগো বুমোসকে ম্যাচে দেখে নিতে চান হাবাস

By

Published : Nov 11, 2021, 7:22 PM IST

Updated : Nov 11, 2021, 7:29 PM IST

পানাজি, 11 নভেম্বর : এএফসি কাপের ব্যর্থতা অতীত ৷ আন্তেনিও লোপেজ হাবাস আইএসএল-কে সামনে রেখে যাবতীয় পরিকল্পনা সাজাতে চান ৷ এটিকে মোহনবাগানের কোচ গত মরসুম খালি হাতে শেষ করেছিলেন ৷ ফলে সবুজ-মেরুন জনতার পক্ষ থেকে প্রত্যাশার চাপ বাড়ছে। 19 নভেম্বর আইএসএল-এ বল গড়াচ্ছে ৷

প্রথম দিনই মাঠে নামছে এটিকে মোহনবাগান। প্রস্তুতিতে ব্যস্ত সবুজ-মেরুন ফুটবলাররা ৷ দলের অনুশীলনে খুশি সবুজ-মেরুনের স্প্যানিশ 'হেডস্যার জানান, তিনি জনি কাউকো, হুগো বুমোসের প্র্যাকটিসের পারফরম্যান্স দেখে খুশি। তবে ম্যাচে না-দেখে 100 শতাংশ নিশ্চিত হতে পারছেন না। ইউরো কাপে ফিনল্যান্ডের হয়ে খেলে আইএসএল-এ মোহনবাগানের জার্সি পড়েছেন ফিনল্যান্ডের জনি কাউকো ৷

গতবারের চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি থেকে ফ্রান্সের হুগো বুমোসকে দলে নিয়েছে এটিকে মোহনবাগান। "জনি কাউকো ভাল ফুটবলার। তবে ওর পারফরম্যান্সে গভীরতা ম্যাচে নামার পরেই বোঝা যাবে ৷ কাউকো ও বুমোস দু‘জনেরই প্রতিভা ও সম্ভাবনা রয়েছে ৷ যা আমাদের কাজে লাগাতে হবে," গোয়ায় ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে একথা বলেন হাবাস। এএফসি কাপে ফরাসি মিডফিল্ডার নজর কাড়লেও জনি কাউকো প্রত্যাশা পূরণে ব্যর্থ।

চলতি আইএসএল-এ ছয় জন বিদেশিকে দলে নেওয়া হলেও, একাদশে চারজনের বেশি খেলানো সম্ভব নয় ৷ হাবাস নতুন নিয়মে চিন্তিত নন। বরং নতুন নিয়মকে স্বাগত জানিয়ে পরিস্থিতি অনুযায়ী ফুটবলার ব্যবহার করার কথা বলেছেন। শুধু দলের ভালমানের বিদেশি নিয়ে সন্তুষ্ট নন, ভারতীয় ফুটবলারদের নিয়েও খুশি হাবাস। সন্দেশ ঝিঙ্গান চলতি মরসুমে দলবদল করেছেন। তাঁর অনুপস্থিতিতে বাকিরা কতটা নির্ভরযোগ্য তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। হাবাস বলেন, "আমাদের রক্ষণে প্রীতম কোটাল, শুভাশিস বসু, সুমিত রাঠি, দীপক টাঙরি, আশুতোষ মেহতা রয়েছেন ৷ কার্ল ম্যাকহিউজও রয়েছে ৷ তাই ওদের নিয়েই পরিকল্পনা করতে হবে ৷"

আরও পড়ুন : আইএসএলের আগে নয়া জার্সি ইস্টবেঙ্গলের, রয়েছে সাবেকি ছোঁয়া

এসসি ইস্টবেঙ্গল যখন ইতিমধ্যে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলেছে তখন এটিকে মোহনবাগান সেই পথে পা বাড়াচ্ছে না। হাবাস বলেন, "প্রস্তুতি ম্যাচ গত বছর খেলেননি। তাছাড়া প্রস্তুতি ম্যাচে যেহেতু প্রতিপক্ষ গা লাগিয়ে খেলে না, ফলে লাভ হয় না ৷ অন্য দলগুলোকে নিয়ে ভাবার চেয়ে আমি দলের শক্তি দুর্বলতা নিয়ে ভাবতে চাই।" তবে অন্য দলগুলির তুলনায় তারা যে প্রস্তুতির সময় কম পাচ্ছেন তা মানছেন সবুজ-মেরুন কোচ ৷ অবশ্য তা অজুহাত হিসেবে মানতে রাজি নন স্প্যানিশ কোচ ৷

Last Updated : Nov 11, 2021, 7:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details