কলকাতা, 17 সেপ্টেম্বর : উজবেকিস্তানের এফসি নাসাফ দলের বিরুদ্ধে 22 সেপ্টেম্বর এএফসি কাপ ইন্টার জোনাল সেমিফাইনাল খেলবে এটিকে মোহনবাগান ৷ সেই ম্যাচের জন্য 22 সদস্যের দল বেছে নিলেন আন্তেনিও লোপেজ হাবাস ৷ এই ম্যাচের প্রস্তুতি শিবির দুবাইতে করছেন সবুজ মেরুন কোচ ৷ রবিবার উজবেকিস্তান উড়ে যাবেন রয় কৃষ্ণারা ৷ তার আগে দল ঘোষণা করলেন হাবাস ৷ ভিসা সমস্যায় হুগো বুমোসকে পাচ্ছেন না হাবাস ৷ মালদ্বীপে জনি কাউকো না গেলেও উজবেকিস্তানে যাচ্ছেন তিনি ৷ সেখানেই এফসি নাসাফের বিরুদ্ধে ফিনল্যান্ডের এই মিডফিলডারের অভিষেক হবে এটিকে মোহনবাগানের হয়ে ৷
ইতিমধ্যেই অনুশীলনে ছন্দে থাকার ইঙ্গিত দিয়েছেন জনি কাউকো । তাঁর থেকে দুরন্ত ফুটবল খেলার আশায় রয়েছে দলও । এছাড়াও সুস্থ হয়ে মাঠে ফেরা সোসাইরাজ, প্রবীর দাসও ছন্দে রয়েছেন বলে এটিকে সূত্রে খবর ৷ ইতিমধ্যে, দল নিয়ে পরীক্ষা নীরিক্ষা করেছেন হাবাস ৷ উজবেকিস্তানের মাটিতে পৌঁছে অন্তত তিনটি প্র্যাকটিস সেশন চাইছেন সবুজ মেরুন কোচ ৷ তার পরেই বাইশ জনের দল থেকে প্রথম একাদশ বাছবেন তিনি ৷ এএফসি কাপের পরের পর্বে যাওয়ার লড়াইয়ে সফল হতে হাবাসের ছেলেরা মরিয়া ৷ ধারে ভারে প্রতিপক্ষ দল এগিয়ে থাকলেও, নিজেদের ক্ষমতায় আস্থা রাখছে এটিকে মোহনবাগান ৷