পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ISL Kolkata Derby 2021 : উপভোগ্য ফুটবলে ডার্বি জয়ের আশ্বাস হাবাসের - উপভোগ্য ফুটবলে ডার্বি জয়ের আশ্বাস হাবাসের

প্রতিপক্ষ শিবিরের আক্রমণে পেরিসোভিচ (Antonio Perosevic) এবং ড্যানিয়েল চিমাকে (Daniel Chima) আটকানোর পরিকল্পনা থাকলেও তাদের জন্য ম্যান মার্কিংয়ে যাবেন না বলে জানিয়েছেন সবুজ মেরুনের স্প্যানিশ হেডস্যার ((Antonio Lopez Habas)। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জিতলেও দু'টো গোল হজম করতে হয়েছিল। যা সবুজ-মেরুন রক্ষণের দুর্বলতার ইঙ্গিত।

ISL Kolkata Derby
উপভোগ্য ফুটবলে ডার্বি জয়ের আশ্বাস হাবাসের

By

Published : Nov 27, 2021, 9:49 AM IST

Updated : Nov 27, 2021, 2:03 PM IST

পানাজি, 27 নভেম্বর : খাতায়-কলমে এগিয়ে থেকে শনিবারের ডার্বিতে (ISL Kolkata Derby 2021) নামছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) ৷ এমনটাই বলছেন ফুটবল বিশেষজ্ঞরা ৷ যদিও এমন পূর্বাভাসকে পাত্তা দিচ্ছেন না সবুজ-মেরুনের স্প্যানিশ কোচ আন্তোনিও লোপেজ হাবাস (Antonio Lopez Habas)। ইতিমধ্যে প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্সকে (Kerala Blasters FC) 4-2 গোলে উড়িয়ে দিয়েছে বাগান। তার থেকেও বড় কথা আক্রমণভাগে রয় কৃষ্ণা (Roy Krishna)-হুগো বুমোসের (Hugo Boumous) বোঝাপড়া প্রতিপক্ষের দুঃস্বপ্ন বাড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। শুধু ডার্বিতে নয়, প্র্যাকটিস থেকে সরাসরি প্রতিযোগিতামূলক ম্যাচে নেমে সবুজ-মেরুনের খেলায় সাবলীলতা দেখে সকলেই হাবাসের দলকে টুর্নামেন্টেও ফেভারিটের তকমা দিচ্ছেন।

বাগানের স্প্যানিশ হেডস্যার বলছেন, পরিবেশ পরিস্থিতি অনুসারে তিনি প্র্যাকটিস ম্যাচ খেলার প্রয়োজনীয়তা অনুভব করেননি। একইভাবে গত মরশুমেও অনুশীলন ম্যাচ না খেলে উপভোগ্য ফুটবল খেলার কথা মনে করিয়ে দিয়েছেন তিনি। প্রতিপক্ষ এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal) সম্পর্কে বড় ম্যাচের আগে সেভাবে শব্দ খরচ করতে রাজি হননি দু'বারের আইএসএল জয়ী কোচ। হাবাস বলছেন, "এসসি ইস্টবেঙ্গল নতুন দল গড়েছে, কোচও নতুন। এই অবস্থায় একটা দলের থিতু হতে একটা বছর দরকার। কিন্তু ভারতে সবকিছুই দ্রুত তৈরি করে নিতে হয় । দিনের শেষে ফলাফলই শেষকথা। এগিয়ে থাকা, পিছিয়ে থাকা এই কথাগুলো আমার অভিধানে নেই। তবে বলতে পারি একটা গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে আমরা মাঠে নামব।"

গতবছর জোড়া ডার্বিতেই বাজিমাত করেছিল এটিকে মোহনবাগান। হাবাস বলছেন ইতিহাসের পুনরাবৃত্তি সবসময় হয় না। তাঁর কথায়, "এই ম্যাচে বিপক্ষকে শ্রদ্ধা করতেই হবে।" হুগো বুমোস, রয় কৃষ্ণা, জনি কাউকো, লিস্টন কোলাসো যে কোনও কোচের তূণে থাকা মানেই এগিয়ে থেকে মাঠে নামা। হাবাস বলছেন, তাঁর দলে অমরিন্দর, প্রীতম, প্রবীর, তিরিও রয়েছেন। তাই কোনও ব্যক্তি নির্ভর ফুটবল নয়, দল হিসেবেই ডার্বিতে খেলবে এটিকে মোহনবাগান ৷

আরও পড়ুন : ISL Kolkata Derby: ডার্বিতে নৌকা ডুবিয়ে মশাল জ্বালাতে তৈরি স্প্যানিশ কোচ

প্রতিপক্ষ শিবিরের আক্রমণে পেরিসোভিচ (Antonio Perosevic) এবং ড্যানিয়েল চিমাকে (Daniel Chima) আটকানোর পরিকল্পনা থাকলেও তাদের জন্য ম্যান মার্কিংয়ে যাবেন না বলে জানিয়েছেন সবুজ মেরুনের স্প্যানিশ হেডস্যার। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জিতলেও দু'টো গোল হজম করতে হয়েছিল। যা সবুজ-মেরুন রক্ষণের দুর্বলতার ইঙ্গিত। তাছাড়া প্রথম ম্যাচে বল পজেশনেও প্রীতমদের বিপক্ষে গিয়েছে। যদিও সেসবে পাত্তা দিচ্ছেন না হাবাস। বরং উপভোগ্য ফুটবল খেলে সমর্থকদের মুখে হাসি ফোটানোর ব্যাপারে আশ্বস্ত করছেন তিনি।

Last Updated : Nov 27, 2021, 2:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details