পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ইতিহাস গড়ার ভাবনা সরিয়ে তিন পয়েন্টে চোখ হাবাসের - এটিকে মোহনবাগান

প্রতিপক্ষের আক্রমণভাগের শক্তি নিয়ে সমীহ হাবাসের মুখে । ফন্ড্রে এবং ওবেচের মত ফুটবলার যেকোনও মুহূর্তে ম্যাচ ঘোরাতে পারেন বলে বিশ্বাস করেন তিনি। ওড়িশার বিরুদ্ধে ভারতীয় ফুটবলার বিপিন হ্যাটট্রিক করেছেন ।

eliminate the idea of making history antenio lopez habas wants to gain three points in isl match against mumbai city fc
ইতিহাস গড়ার ভাবনা সরিয়ে তিন পয়েন্টে চোখ হাবাসের

By

Published : Feb 27, 2021, 9:44 PM IST

কলকাতা, 27 ফেব্রুয়ারি : ড্র করলেই এএফসি চ্যাম্পিয়ন্স লিগের টিকিট পেয়ে যাবে এটিকে মোহনবাগান । কিন্তু এক পয়েন্ট নয় তিন পয়েন্টের জন্য ঝাঁপাতে চায় সবুজ মেরুন ব্রিগেড । প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি চলতি আইএসএলে অন্যতম শক্তিশালী দল । তাদের বিরুদ্ধে প্রথম পর্বের লড়াইয়ে হেরেছিলেন রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামসরা । এবার মধুর প্রতিশোধ নেওয়ার সুযোগ । তবে, মুম্বই যথেষ্ট ভালো ছন্দে রয়েছে।

শেষ ম্যাচে ওড়িশার বিরুদ্ধে মুম্বই সিটি এফসির 6-1 গোলে জয় দাপুটে পারফরম্যান্সের চিহ্ন । সেকথা মাথায় রেখে এটিকে মোহনবাগানের চাণক্য বলছেন, "আমরা জেতার জন্য তৈরি হচ্ছি। ড্র করার জন্য নয় । সেই রকম চিন্তা আমাদের সাজঘরে নেই।" রবিবারের ম্যাচে মুম্বই উগো বুমোজকে পাবে না । যা তাদের কাছে বড় ধাক্কা । অন্যদিকে, শুভাশিস বসুর কার্ড সমস্যা ছাড়া এটিকে মোহনবাগানের প্রত্যেক ফুটবলার তৈরি । হাবাস জানিয়েছেন চোট সমস্যা কাটিয়ে এডু গার্সিয়া এবং মার্সেলিনহো ফিরে এসেছেন। "প্রতিযোগিতা এমনই । আপনি কোনও মুহূর্তকে বেছে নিতে পারবেন না এবং সেটা সব দলের জন্য প্রযোজ্য । আমাদের দলে অতীতে কিছু সমস্যা ছিল । এখন তা নেই । মুম্বই এফসির বিরুদ্ধে শেষ ম্যাচ ড্র হতে পারত । যদি এডু গার্সিয়া গোলের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ না হতেন । তবে, আমি কোনও অজুহাত দিচ্ছি না । ফুটবলে এমন হয়ে থাকে । এখন নতুন প্রেক্ষাপটে নতুন ম্যাচ । আমরা জেতার জন্য নিজেদের অভিজ্ঞতা কাজে লাগাব," দলের মানসিকতা এভাবেই তুলে ধরেছেন সবুজ মেরুন চাণক্য।


প্রতিপক্ষের আক্রমণভাগের শক্তি নিয়ে সমীহ হাবাসের মুখে । ফন্ড্রে এবং ওবেচের মতো ফুটবলার যে কোনও মুহূর্তে ম্যাচ ঘোরাতে পারেন বলে বিশ্বাস করেন তিনি। ওড়িশার বিরুদ্ধে ভারতীয় ফুটবলার বিপিন হ্যাটট্রিক করেছেন । তাই রবিবার চাপে থাকবেন না বললেও হাবাস জানিয়েছেন, "ওদের দলে একাধিক ভালো ফুটবলার রয়েছে । আমাদের আক্রমণ এবং রক্ষণভাগের মধ্যে ভারসাম্য রাখতে হবে।" মুম্বই যেখানে বড় ব্যবধানে জয়ের আত্মবিশ্বাস নিয়ে রবিবার নামবে ৷ সেখানে পয়েন্ট হারানোর ক্ষত প্রীতম, প্রবীরদের কাঁটা, একথা মানতে নারাজ এটিকে মোহনবাগানের স্প্যানিশ হেডস্যার । তাঁর মতে, "আমরা পাঁচটি ম্যাচ জয়ের পরে ড্র করেছি । আইএসএলে সব ম্যাচ জেতা সম্ভব নয় । আমরা শেষ ম্যাচে পয়েন্ট হারানোর ধাক্কা নিয়ে চিন্তায় নেই । বরং তিন পয়েন্টের লক্ষ্য নিয়ে মাঠে নামব।"

আরও পড়ুন : প্লে অফের প্রতিপক্ষ নিয়ে মুখ খুলতে নারাজ হাবাস


রয় কৃষ্ণের প্রশংসা হাবাসের মুখে । টানা খেলার ধকল সামলে নিয়মিত গোল করে চলেছেন ফিজিয়ান স্ট্রাইকার । তাঁর কাছ থেকে আরও ভালো খেলার প্রত্যাশা হাবাসের । তবে, তাঁর দল রক্ষণ সামলে জয়ের জন্য ঝাঁপাবে, তা ফের মনে করিয়ে দিয়েছেন। বলা হচ্ছে, রবিবারের ম্যাচ ইতিহাসে জায়গা করে নেওয়ার । "নিসন্দেহে ঐতিহাসিক মুহূর্ত । তবে, এর জন্য মনসংযোগ জরুরি । আমরা তিন পয়েন্টের জন্য খেলব । আমাদের প্রতিপক্ষ যথেষ্ট শক্তিশালী এবং তাঁদের আক্রমণভাগ যে কোনও রক্ষণ ভাঙার শক্তি ধরে," সমীহের সুর হাবাসের গলায়।

ABOUT THE AUTHOR

...view details