কলকাতা, 10 ফেব্রুয়ারি : ব্যক্তি নয়, দল তাঁর কাছে সবসময় বেশি গুরুত্ব পেয়ে থাকে। তাই দলে তারকা প্রথায় প্রশ্রয় দেন না আন্তেনিও লোপেজ় হাবাস । কিন্তু, বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে দাপুটে জয় তুলে নেওয়ার পরে সেই আন্তেনিও লোপেজ হাবাসের মুখে ফুটবলারদের ভূয়সী প্রশংসা। কোনও রাখঢাক না করে বলছেন, তিনি দলের ছেলেদের জন্য গর্বিত।
সদ্য যোগ দেওয়া মার্সেলিনহো দ্রুত এটিকে মোহনবাগানের সঙ্গে মানিয়ে নিয়েছেন । গোল করে এবং করিয়ে ম্যাচের সেরা হয়েছেন তিনি। হাবাসও দলের ব্রাজিলিয়ান ফুটবলারের প্রশংসা করেছেন। তবে, দলের সামগ্রিক পারফরম্যান্স নিয়ে তিনি গর্বিত। ‘‘অসাধারণ ফুটবল খেলেছে পুরো দল। প্রতিটি বিভাগ পরিকল্পনা মতো পারফরম্যান্স করেছে। ওদের জন্য আমি গর্বিত,’’ উচ্ছ্বাস সবুজ মেরুনের স্প্যানিশ কোচের গলায়।
ধাপে ধাপে এগিয়ে চলার কথা বলছে এটিকে মোহনবাগান। খেতাব রক্ষার তাগিদ রয়েছে। পাশাপাশি এএফসি চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি খেলার সুযোগ রয়েছে। 33 পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা মুম্বই সিটি এফসির থেকে একধাপ দূরে সন্দেশ ঝিঙ্গানরা। বাকি তিনটে ম্যাচ জয়কে পাখির চোখ করছেন সবুজ মেরুন ফুটবলাররা। কারণ মুম্বই একটি ম্যাচে পয়েন্ট নষ্ট করলেই দরজা খোলার জোরালো সম্ভাবনা তৈরি হবে হাবাসের দলের সামনে। তাই সের্গিও লোবেরার দলের ওপর চাপ রেখে যেতে চায় তাঁরা।
আরও পড়ুন : কৃষ্ণ-মার্সেলিনহোর দাপটে সবুজ মেরুনের বেঙ্গালুরু বধ
14 ফেব্রুয়ারি এটিকে মোহনবাগান তাদের পরের ম্যাচে জামশেদপুর এফসির বিরুদ্ধে খেলবে। তারপরে বহু প্রতীক্ষিত ডার্বি। দলের পারফরম্যান্সে খুশি হাবাস জামশেদপুর ম্যাচে ডার্বির ড্রেস রিহার্সেল কিছুটা সেরে রাখতে চান। তবে, কোনও আগাম লক্ষ্য ছুড়ে দিয়ে ফুটবলারদের চাপে ফেলতে চান না তিনি । বরং ধাপে ধাপে এগোতে চান।