কলকাতা, 24 সেপ্টেম্বর : রিয়াল মাদ্রিদের কোচিং দলের প্রাক্তন সদস্য অ্যাঞ্জেলো পুবেলা গার্সিয়া চলতি মরসুমে এসসি ইস্টবেঙ্গলের সহকারী কোচের দায়িত্ব সামলাবেন ৷ কোচ ম্যানুয়েল মানোলো ডিয়াজের সহকারী হিসেবে কাজ করবেন তিনি ৷ শুক্রবার অ্যাঞ্জেলো গার্সিয়ার নাম অফিসিয়ালি ঘোষণা করেছে এসসি ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ ৷ লাল হলুদ ফুটবলারদের শক্তি এবং ফিটনেস নিয়ে তিনি কাজ করবেন ৷
প্রায় দু’দশকের কাছাকাছি সময় বিশ্ববিখ্যাত কোচেদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে গার্সিয়ার ৷ সেই তালিকায় রিয়াল মাদ্রিদের প্রাক্তন কোচ ভিনসেন্ট দেল বস্কো, রাফায়েল বেনিতেজের মতো ব্যক্তিত্বদের নাম রয়েছে ৷ 1993-94 মরসুমে দেল বস্কোর সঙ্গে কাজ করেছিলেন গার্সিয়া ৷ বেনিতেজের সঙ্গে রিয়াল মাদ্রিদ এবং রিয়াল ভালাডোলিডে 1994-96 পর্যন্ত কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ৷ উয়েফা প্রো লাইসেন্স ডিগ্রিধারী গার্সিয়ার ক্রীড়াবিজ্ঞান, ফিটনেস এবং কন্ডিশনিং-সহ একাধিক বিষয়ে পারদর্শিতা রয়েছে ৷ দাভিদ ভিয়া এবং দাভিদ সিলভার সঙ্গেও কাজ করেছেন গার্সিয়া ৷ 2008 সালে জর্জিয়ার জাতীয় দলের সঙ্গেও কাজ করেছিলেন ৷
আরও পড়ুন : CFL : ডুরান্ডের পর কলকাতা লিগ, ভবানীপুরের বিরুদ্ধে হার মহমেডানের