পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

5 বছরের জন্য এটিকে-মোহনবাগানে অমরিন্দর সিং - অমরিন্দর সিং

5 বছরের জন্য এটিকে-মোহনবাগানে চলে এলেন অমরিন্দর সিং ৷ তাঁর সঙ্গে চুক্তি হয়েছে আন্তেনিয়ো লোপেজ হাবাসের দলের ৷

amrinder singh signs for atk mohunbagan five years
5 বছরের জন্য এটিকে-মোহনবাগানে অমরিন্দর সিং

By

Published : May 31, 2021, 6:39 PM IST

কলকাতা, 31 মে :পড়শি ক্লাব এসসি ইস্টবেঙ্গলে যখন চুক্তি জটে দলগঠন অনিশ্চয়তার অন্ধকারে, তখন দল গুছিয়ে নেওয়ার কাজ অব্যাহত এটিকে মোহনবাগানে । মুম্বই সিটি এফসির গোলরক্ষক অমরিন্দর সিং-কে পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ করল আন্তেনিয়ো লোপেজ হাবাসের দল । গত মরসুমে অরিন্দম ভট্টাচার্য সবুজ মেরুন দূর্গ দুরন্ত মুন্সিয়ানায় রক্ষা করেছিলেন । কিন্তু এটিকে মোহনবাগানে দ্বিতীয় গোলরক্ষকের জায়গা নড়বড়ে ছিল । অমরিন্দর সিংকে চুক্তিবদ্ধ করে সেই খামতি দূর করল গত মরসুমের আইএসএল রানার্সরা ।

পঞ্জাবের গোলরক্ষক গত মরসুমে মুম্বই সিটি এফসির হয়ে আইএসএল জয়ই করেননি, সেরা গোলরক্ষকের সম্মানও জিতেছিলেন । 2015-16 মরসুমে হাবাসের অধীনে এটিকের জার্সিতে খেলেছিলেন অমরিন্দর । বর্তমানে দোহায় ভারতীয় দলের প্রাক বিশ্বকাপের শিবিরে রয়েছেন । তবে ফের কলকাতার হয়ে নামার সুযোগ পেয়ে তিনি খুশি ।

"কলকাতায় আমি আগেও খেলেছি । তবে তার মেয়াদ খুব অল্প সময়ের জন্য ছিল । এ বারের যোগদান আমার ফুটবল জীবনের নতুন অধ্যায় । মুম্বইয়ের হয়ে গত মরসুমে আইএসএল চ্যাম্পিয়ন হওয়া বড় ঘটনা নিসন্দেহে । আমি নতুন মরসুমে সবুজ মেরুন জার্সিতে একই সাফল্য পেতে চাই," মন্তব্য অমরিন্দরের ।

আরও পড়ুন:সৌরভের সহায়তায় বালুরঘাটে পৌঁছাল অক্সিজেন

বিরাট সংখ্যার সবুজ মেরুন সমর্থকদের সমর্থনের কথা বলেছেন তিনি । পাশাপাশি আন্তেনিয়ো লোপেজ হাবাসের দলে ফের খেলার সুযোগ পাওয়াতেও খুশি বলে জানিয়েছেন । অমরিন্দরের কথায়, "আমি হাবাসের কোচিংয়ে খেলেছি । প্রত্যেকেই আইএসএলে তাঁর সাফল্যের কথা জানে । ভারতীয় ফুটবলারদের কাছ থেকে সেরা পারফরম্যান্স বের করতে হাবাস জানেন । তাই তাঁর দলের সদস্য হতে পেরে খুশি ৷"

ABOUT THE AUTHOR

...view details