পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

SC East Bengal : আইএসএল প্রস্তুতির মাঝেই ইস্টবেঙ্গলে ফের অন্তর্কলহ প্রকাশ্যে - Shree Cement

লগ্নিকারী সংস্থার তরফে বলা হয়েছে, গতবছর পয়লা সেপ্টেম্বরের পরে যে সমস্ত ফুটবলারদের সঙ্গে তাঁরা চুক্তি করেছিলেন তাদের বকেয়া মেটানোর দায় তাঁদের । জনা সাতেক ফুটবলারের বকেয়া নিয়ে তৈরি হয়েছে যাবতীয় বিতর্ক।

SC East Bengal
আইএসএল প্রস্তুতির মাঝেই ইস্টবেঙ্গলে ফের অন্তর্কলহ প্রকাশ্যে

By

Published : Oct 30, 2021, 9:12 AM IST

কলকাতা, 30 অক্টোবর : মধ্যগগনে দলের আইএসএলের প্রস্তুতি ৷ প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা নিয়ে কাটাছেঁড়ায় ব্যস্ত কোচ মানোলো দিয়াজ ৷ এমন সময় ইস্টবেঙ্গলে ফের প্রকাশ্যে ক্লাব বনাম লগ্লিকারী সংস্থার দ্বন্দ্ব ৷ সৌজন্যে ক্লাব লাইসেন্সিংয়ে পাশ করতে না-পারা ৷ এর ফলে আইএসএলে এসসি ইস্টবেঙ্গলের খেলার ওপর যদি কোনও প্রতিবন্ধকতা আসে তার দায় লগ্নিকারী সংস্থা নিতে রাজি নয়। শুক্রবার একথা দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিল শ্রী সিমেন্ট ৷

বর্তমানে এসসি ইস্টবেঙ্গল গোয়ায় আসন্ন আইএসএলের প্রস্তুতিতে ব্যস্ত । বাধ্যতামূলক নিভৃতবাসের পালা চললেও ফুটবলাররা ফিটনেস ট্রেনারের নির্দেশমতো ফিটনেস ট্রেনিং করছেন ঘরবন্দি অবস্থায় । বল নিয়ে অনুশীলন না হলেও ফিটনেসে যাতে ঘাটতি না পড়ে সেই কারণে এই ব্যবস্থা । 21 নভেম্বর আইএসএলে প্রথম ম্যাচের আগে দলকে তৈরি করে নেওয়ার কাজে ব্যস্ত দলের নয়া স্প্যানিশ কোচ । তবে প্রস্তুতির আবহে ক্লাব বনাম লগ্নিকারীর দ্বন্দ্ব ফল্গুধারার মত বইছে । দ্বন্দ্বের কারণ ফুটবলারদের বকেয়া, যার জেরে ক্লাব লাইসেন্সিং নিয়ে শুরু হয়েছে জটিলতা ।

লগ্নিকারী সংস্থার তরফে বলা হয়েছে, গতবছর পয়লা সেপ্টেম্বরের পরে যে সমস্ত ফুটবলারদের সঙ্গে তাঁরা চুক্তি করেছিলেন তাঁদের বকেয়া মেটানোর দায় তাঁদের । শুধু জনা সাতেক ফুটবলারের বকেয়া নিয়ে তৈরি হয়েছে যাবতীয় বিতর্ক । লগ্নিকারীরা জানাচ্ছে, তাঁরা এই সমস্যার নিরানব্বই শতাংশ মিটিয়ে ফেলেছেন । বাকিটা ক্লাবের দায় । এমতাবস্থায় ক্লাবের অবস্থানের ওপর নির্ভর করছে অনেক কিছু । লগ্নিকারীর তরফে বলা হয়েছে ইতিমধ্যে বেশকিছু আর্থিক সমস্যার দায় মেটানো হয়েছে । বাকি দায় মেটানোর দায়িত্ব ক্লাবের । এখন দেখার ক্লাবের ভূমিকা কী হয় ।

আরও পড়ুন : সন্তানসম্ভবা জর্জিনা, যমজ সন্তানের প্রতীক্ষায় ক্রিশ্চিয়ানো

লগ্নিকারীর তরফে বলা হচ্ছে চুক্তির প্রতি তাঁরা শ্রদ্ধাশীল । অন্য কেউ সেটা না করলে দায় তাদের নয় । শুনতে হয়েছিল ক্লাব বিক্রি হয়ে যাচ্ছে । আসলে ক্লাব বিক্রি তাঁরা করতে আসেননি কিনতেও নয় । তাঁরা এসেছেন স্বত্ব নিয়ে ক্লাবের উন্নতি করতে । মত লাল-হলুদের লগ্নিকারী সংস্থার ৷ তাই চলতি আইএসএল নিয়ে যে ওয়ার্ড অব অনার তারা দিয়েছেন তা মেটাতে দায়বদ্ধ তাঁরা, বাকিটা ক্লাব বুঝবে ৷ সবমিলিয়ে আইএসএল শুরুর সপ্তাহতিনেক দূরে দাঁড়িয়ে ফের টানাপোড়েন লাল-হলুদে ।

ABOUT THE AUTHOR

...view details