কলকাতা, 30 অগস্ট : রবিবার নির্ধারিত সময়ে কল্যাণী স্টেডিয়ামে এটিকে মোহনবাগান বনাম জর্জ টেলিগ্রাফের কলকাতা লিগের ম্যাচ হওয়ার কথা ছিল ৷ কিন্তু আন্তেনিও লোপেজ হাবাসের দলের অনুপস্থিতির কারণে তা হয়নি । প্রত্যাশিত মতোই নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষার পর উপস্থিত জর্জ টেলিগ্রাফকে ওয়াকওভার দিয়ে মাঠ ছাড়লেন রেফারি ।
এই ঘটনা কলকাতা ময়দানে আলোড়ন ফেলেছে । কোভিড পরিস্থিতির বিধিনিষেধ মেনে মারণ ভাইরাসের চোখ রাঙানি কার্যত উপেক্ষা করে এই মরসুমে কলকাতা প্রিমিয়ার লিগ আয়োজন করেছে রাজ্য ফুটবল নিয়ামক সংস্থা আইএফএ । লিগে অংশগ্রহণকারী 14টি দল প্রথম থেকে সাধুবাদ দিয়ে এসেছে । এসসি ইস্টবেঙ্গল তাদের আভ্যন্তরীণ সমস্যার কারণে দলগঠনের প্রতিকূলতার কথা জানিয়েছিল । এখন সেসব সমস্যা মিটিয়ে দল গঠন শুরু করলেও তা চলতি কলকাতা লিগের মধ্যে কতটা সম্ভব হবে তা নিয়ে সন্দেহ রয়েছে । যদিও ইতিমধ্যে আইএফএকে চিঠি দিয়ে ইস্টবেঙ্গল আরও সময় চেয়েছে । কিন্তু দু'বার সূচি পরিবর্তন করার পরে আইএফএ আর কতটা অপেক্ষা করবে সেটাই এখন দেখার ৷
এটিকে মোহনবাগানের প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা । তারা এএফসি কাপে খেলার জন্য সূচিতে সমঝোতার পাশাপাশি কলকাতা লিগে অংশগ্রহণের ব্যাপারে আগ্রহের কথাও জানিয়েছিল । অথচ দেখা গেল মালদ্বীপে এএফসি কাপের প্রথম পর্ব শেষ করে হাবাস ফুটবলারদের ছুটি দিয়ে দিলেন । রয় কৃষ্ণা ঘুরে বেড়াচ্ছেন ও ডেভিড উইলিয়ামস গলফ খেলছেন, এই ছবিই তাদের সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলে ঘোরা ফেরা করছে ।
আরও পড়ুন :AFC Cup : পিছিয়ে পড়ে ড্র, এএফসি কাপের শেষ চারে এটিকে মোহনবাগান
জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে মাঠে না নামা নিয়ে বিতর্ক অব্যাহত । এই বিষয়ে এটিকে মোহনবাগানের সিইও রঘু আইয়ার জানান, তাঁরা শনিবার এই অপারগতার বিষয়টি আইএফএকে চিঠি দিয়ে জানিয়েছিলেন । ফুটবলার না থাকার পাশাপশি দলের বেশ কিছু ফুটবলার জাতীয় শিবিরে । এএফসি কাপের খেলা রয়েছে, সেই কারণে তারা মাঠে নামতে পারেনি । যদিও আইএফএ বলেছে এটিকে মোহনবাগানের চিঠি প্রাপ্তির কোনও খবর তাদের কাছে নেই ।