পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

দলের প্রস্তুতিতে খুশি ইস্টবেঙ্গল কোচ আলেয়ান্দ্রো - Alejandro Menendez is happy to the practice of East Bengal

শুধু প্র্যাকটিস নয় ফুটবলাররা যাতে ম্যাচ খেলার মানসিকতা থেকে পিছিয়ে না পড়েন সেকথা মাথায় রেখে প্র্যাকটিস ম্যাচ খেলাচ্ছেন ইস্টবেঙ্গল কোচ আলেয়ান্দ্রো ।

আলেয়ান্দ্রো

By

Published : Nov 2, 2019, 2:30 AM IST

কলকাতা, 2 নভেম্বর : ইস্টবেঙ্গলের আই লিগ প্রস্তুতিতে খুশি কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া । শুধু প্র্যাকটিস নয় ফুটবলাররা যাতে ম্যাচ খেলার মানসিকতা থেকে পিছিয়ে না পড়েন সেকথা মাথায় রেখে প্র্যাকটিস ম্যাচ খেলাচ্ছেন তিনি ।

গতকাল দলের ফুটবলারদের লাল ও সাদা দু'ভাগে ভাগ করে ম্যাচ খেলান । লালরিন ডিকা রালতের একমাত্র গোলে জয় তুলে নেয় ইস্টবেঙ্গলের সাদা দল । মার্তি ক্রিসপি ও কাশেম আইদারাকে লাল দলে রেখে বাকি তিন বিদেশি জুয়ান মেরা, এসপাদা, কোলাডোকে সাদা দলে রেখে ম্যাচ খেলান লাল হলুদের এই স্প্যানিশ কোচ ।

বোরহা গোমেজ নেই । ফলে রক্ষণের কম্বিনেশনে নানাভাবে দেখে নিচ্ছেন তিনি । ক্রিসপি ও মেহতাব সিং বা আসির আখতারকে নিয়ে বোরহা গোমেজের অভাব দূর করার চেষ্টায় আলেয়ান্দ্রো । আই লিগে পাঁচ বিদেশিকে খেলানোর সুযোগ পাচ্ছেন । ফলে প্র্যাকটিস ম্যাচে জুয়ান মেরে গঞ্জালেস, এসপাদা, কোলাডোর মধ্যে বোঝাপড়া গড়ে তুলতে চাইছেন তিনি । একই সঙ্গে পিন্টু মাহাতা, বিদ্যাসাগর সিং, লালরিন ডিকা রালতের মধ্যে সামঞ্জস্য গড়ে তুলে দলের আক্রমণ ও রক্ষণের ভারসাম্য চাইছেন আলেয়ান্দ্রো । দু'টো প্র্যাকটিস ম্যাচের প্রতিদ্বন্দ্বিতা মূলক মানসিকতায় খেলা দেখে খুশি তিনি । ছয় নভেম্বর বেঙ্গালুরু FC-র বিরুদ্ধে তৃতীয় প্রস্তুতি ম্যাচ । তার আগে দলকে যতটা সম্ভব গুছিয়ে নিতে চাইছেন লাল হলুদ হেডস্যার ।

ABOUT THE AUTHOR

...view details