কলকাতা, 19 মে: ভারতীয় ফুটবলে ফিরছেন আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া। স্প্যানিশ কোচ ISL ফ্র্যাঞ্চাইজি নর্থইস্ট ইউনাইটেডের কোচের দায়িত্বে নিয়ে নতুন মরসুমে ফিরতে চলেছেন। যদিও তাঁর কোচ হওয়ার খবর নর্থইস্ট ইউনাইটেডের তরফে জানানো হয়নি এখনও। মোহনবাগানের লেফটব্যাক চুলোভার একটি টুইটে আলেয়ান্দ্রোর ফের ভারতে করতে আসার খবরটি সামনে এসে পড়ে।
নর্থইস্টের দায়িত্ব নিয়ে ভারতীয় ফুটবলে ফিরছেন আলেয়ান্দ্রো!
ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া ফিরতে চলছেন ভারতীয় ফুটবলে। এবার জন অব্রাহামের নর্থইস্ট ইউনাইটেডের কোচ সম্ভবত তিনিই। ক্লাব না ঘোষণা না করলেও এ কথা জানা গেল মোহনবাগানের লেফটব্যাক চুলোভার একটি টুইট থেকে।
দেড় মরসুম ইস্টবেঙ্গলের কোচের দায়িত্ব সামলে পদত্যাগ করেছিলেন এই স্প্যানিশ কোচ। রিয়াল মাদ্রিদের যুব দলের দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা সম্পন্ন মানুষটি ইস্টবেঙ্গলকে প্রথম বছর আই লিগে রানার্স করলেও পরের মরসুমে ব্যর্থ হন। আই লিগে ডার্বিসহ টানা তিন ম্যাচে ব্যর্থ হতেই পদত্যাগ করেছিলেন তিনি। সেবার জানুয়ারির শেষ সপ্তাহে পদত্যাগ করে দেশে ফেরার সময় লালহলুদ সমর্থকদের একাংশের আবেগের ঢল নেমেছিল ময়দানে। সেদিন বিমানবন্দরে বিদায় জানাতে যাওয়া লাল-হলুদ কর্মীদের আলেয়ান্দ্রো প্রত্যাবর্তনের ইঙ্গিত দিয়ে বিমান ধরেছিলেন বলে জানা যায়। এবার বলিউডের জনপ্রিয় অভিনেতা জন আব্রাহামের নর্থইস্ট ইউনাইটেডের দায়িত্ব নেওয়ার জোরালো সম্ভাবনা সেদিনের ইঙ্গিতকেই বাস্তবায়িত করতে চলেছে। এদিকে, গত মরসুমে ISL-এ সাড়া জাগিয়ে শুরু করলেও প্রতিযোগিতার শেষে সর্বশেষ স্থান পায় নর্থইস্ট ইউনাইটেড। বিশ্বকাপার ফুটবলার নিয়েও দলের ব্যর্থতার ধাক্কা কাটানো যায়নি। এমত অবস্থায় নতুন মরশুমে নতুনভাবে শুরু করতে চাইছেন ফ্রাঞ্চাইজি মালিক জন আব্রাহাম। সূত্রের খবর, দল গোছাতে কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়ার ওপরেই দায়িত্ব ছাড়তে চাইছেন জন।
লাল হলুদ জার্সিতে সাফল্য না পেলেও তার ফুটবল জ্ঞান সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল। তবে, কলকাতার ক্লাব কোচের চেয়ারে বসে ক্রিটিক্স অ্যাওয়ার্ড পেলেও ট্রফি দিতে পারেননি। এবার গত ISL মরশুমে তলিয়ে যাওয়া দলের দায়িত্ব নিয়ে আলেয়ান্দ্রো প্রত্যাশিত সাফল্য পান কি না তা-ই এখন দেখার।