কলকাতা, 27 জুলাই : দামি ফুড সাপ্লিমেন্ট বা ড্রিংকস নয়, ফুটবলারদের শরীর ঠিক রাখতে দেশি ডাবের জলে ভরসা রাখছেন কার্লোস নোদার । তাই চড়া রোদে অনুশীলনের পরে সাজঘরে ফিরেই ডাবের জলে গলা ভেজাচ্ছেন বোরহা, কোলাডো, লালরিনডিকা রালতেরা । শরীরের সোডিয়াম পটাসিয়ামের মাত্রা যাতে ঠিক থাকে সেজন্য নোদার দেশি ডাবের জল খাওয়ার নির্দেশ দিয়েছেন । ফিটনেস ট্রেনিং, প্রয়োজনীয় খাদ্যাভ্যাস গড়ে তোলার পাশাপাশি ইস্টবেঙ্গলে চলছে ডুরান্ড কাপের প্রস্তুতি । শক্তিশালী দল গড়ে ডুরান্ডে অংশ নেওয়ার আশ্বাস দিয়েছেন আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া । সেই লক্ষ্য্যে তিনি এই ক'দিন সিচুয়েশন প্র্যাকটিসে যোগ দিয়েছেন । দ্রুত লয়ের পাসে প্রতিপক্ষ রক্ষণ ভাঙার কৌশল শেখাচ্ছেন ।
ভারতীয় কোচের তুলনায় এগিয়ে আলেয়ান্দ্রো, বলছেন আম্বেকর - alejandro garcia menendez
স্প্যানিশ কোচের প্রশিক্ষণের নতুন স্টাইলে খুশি অভিষেক আম্বেকর । মোহনবাগান থেকে এবছরই ইস্টবেঙ্গলে এসেছেন । শংকরলাল চক্রবর্তী, খালিদ জামিলের কোচিংয়ে খেলার অভিজ্ঞতা সম্পন্ন অভিষেক আম্বেকর স্প্যানিশ কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়ার কোচিং স্টাইলে খুশি ।
স্প্যানিশ কোচের নতুন স্টাইলে খুশি অভিষেক আম্বেকর । মোহনবাগান থেকে এবছরই ইস্টবেঙ্গলে এসেছেন । শংকরলাল চক্রবর্তী, খালিদ জামিলের কোচিংয়ে খেলার অভিজ্ঞতা সম্পন্ন অভিষেক আম্বেকর স্প্যানিশ কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়ার কোচিং স্টাইলে খুশি । সরাসরি তুলনা না করলেও মুম্বইয়ের তরুণ ফুটবলার বলছেন ভারতীয় কোচের সঙ্গে স্প্যানিশ কোচের তফাৎ আসমান-জমিনের । স্পেনের ফুটবল মানের সঙ্গে ভারতীয় ফুটবলের তফাৎ যতটা আলেয়ান্দ্রোর সঙ্গে ভারতীয় কোচের গুণগত ফারাক ততটাই । ইস্টবেঙ্গলে খেলতে এসে ফুটবলের আনন্দ উপভোগ করছেন । চুলোভা দলবদল করায় এখন লেফটব্যাকের দায়িত্ব পালন করতে হবে । অভিষেক আম্বেকর বলছেন, তিনি নতুন চ্যালেঞ্জ উপভোগ করছেন । কোনও তুলনা চান না । নিজের সেরাটা দিয়ে ক্লাবকে সাফল্য এনে দেওয়াই পাখির চোখ বিমল ঘোষের প্রাক্তন ছাত্রের ।