কলকাতা, 16 সেপ্টেম্বর : বুকে বাসা বেঁধেছে বিরল রোগ । চিকিৎসকদের চেষ্টায় সুস্থ থাকলেও ভবিষ্যতে ফুটবল পায়ে মাঠে নামলে হতে পারে প্রাণ সংশয় । তাই অনূর্ধ্ব -17 বিশ্বকাপ খেলা তরুণ ফুটবলার আনোয়ার আলিকে খেলতে দিতে চায় না সর্বভারতীয় ফুটবল ফেডারেশন । আর কোনও দিনও ফুটবল পায়ে নামা হবে না, এই ইঙ্গিত পেয়ে অসহায় বোধ করছেন আনোয়ার আলি । বলেছেন, AIFF তাঁকে নির্বাসন দিলে সেটা হবে মৃত্যুদণ্ডের সমান ।
প্রতিশ্রুতিমান ডিফেন্ডার হৃদযন্ত্রের বিরল রোগের শিকার । ডাক্তার ভেস পেজের নেতৃত্বাধীন ফেডারেশনের মেডিকেল কমিটি আনোয়ার আলির যাবতীয় মেডিকেল রিপোর্ট পরীক্ষা করেছে । তারপর তাকে পেশাদার ফুটবলার হিসেবে নিয়মিত খেলার অনুমতি দিতে চাইছে না । এই মর্মে তারা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে রিপোর্ট জমা দিচ্ছে । সেই মত ফেডারেশন আনোয়ার আলিকে নিয়মিত ফুটবল মাঠে নামতে দিতে নারাজ ।
যা শুনে আলি বলেছেন, “নির্বাসিত করা হলে আমার কাছে তা মৃত্যুদণ্ডের সামিল ।ফুটবল ছাড়া আমি কিছু জানি না । যদি AIFF আমাকে ব্যান করে তাহলে আমি কলকাতা মাঠে খেপ খেলতে বাধ্য হব । এই সব টুর্নামেন্টে কোনও মেডিক্যাল সার্টিফিকেট লাগে না । তারপর যা হওয়ার হবে । মরে যদি যাই তাই মেনে নেব ।” তিনি আরও বলেন, "অনুশীলন করেছি, অসুবিধা নেই । কিন্তু তা সত্ত্বেও বলা হচ্ছে আমি নামতে পারব না । অসুবিধা কোথায় বুঝতে পারছি না ।" ফোনের ওপার থেকে অসহায় শোনায় আনোয়ার আলির গলা।