পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে 25 লাখ AIFF-র - Kolkata

লকডাউনে দেশের পাশে দাঁড়াল ভারতীয়য় ফুটবল ফেডারেশন ৷ প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে 25 লাখ টাকা দান করল তারা ৷ সঙ্গে 14 এপ্রিল পর্যন্ত সমস্ত ফুটবল খেলা বন্ধের কথাও জানালেন প্রফুল প্যাটেল ৷

প্রফুল প্যাটেল
প্রফুল প্যাটেল

By

Published : Apr 1, 2020, 6:07 PM IST

কলকাতা, 1 এপ্রিল : কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে এবার এগিয়ে এল ভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF) ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ত্রাণ তহবিলে 25 লাখ টাকা অনুদান দিল AIFF ৷ আজ ফেডারেশনের পক্ষ থেকে একথা জানানো হয় ৷

ফেডারেশনের প্রেসিডেন্ট প্রফুল প্যাটেল বলেন, "দেশের মানুষের ভালোবাসা, সমর্থন আমাদের উদ্বুদ্ধ করে ৷ এখন সেই ভালোবাসা, সমর্থনের প্রতিদান দেওয়ার সময় ৷ সেটা যেভাবে সম্ভব করার চেষ্টা করেছি মাত্র ৷ এক জোট হয়ে পরস্পরকে সাহায্য করে কঠিন সময় থেকে বেরিয়ে আসতে হবে ৷"

শুধু অর্থ দান নয়, পাশাপাশি সমস্ত ধরনের ফুটবল খেলা 14 এপ্রিল পর্যন্ত বন্ধ থাকার কথাও জানান প্রফুল প্যাটেল ৷ এই অবস্থায় বাতিলের দিকে আই লিগও ৷ শুধু চলতি মরশুমের আই লিগ বাতিল নয়, নতুন মরশুমের ফুটবল ক্যালেন্ডার নিয়ে চিন্তিত ফুটবল প্রেমীরা ৷

কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে দেশের মানুষ নানাভাবে এগিয়ে এসেছেন ৷ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড 51 কোটি টাকা দেওয়ার কথা জানিয়েছে ৷ এগিয়ে এসেছে হকি ইন্ডিয়াও ৷ ক্রিকেটার, ফুটবলার থেকে শুরু করে ক্রীড়া জগতের তারকারা দেশের এই লড়়াইয়ে এগিয়ে এসেছেন একে একে ৷

ABOUT THE AUTHOR

...view details