কলকাতা, 8 মে: বিদেশি ফুটবলারের সংখ্যা কমানোর বিষয়ে সিদ্ধান্ত নিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন । শুক্রবার ভারতীয় ক্লাব ফুটবলের ভবিষ্যৎ নির্ধারণ করতে বৈঠকে বসেছিলেন ফেডারেশনের কর্তারা । সেখানে কোরোনা সংক্রমণের কারণে তৈরি হওয়া পরিস্থিতিতে কোন পথে চলবে ভারতীয় ফুটবল, তা নিয়ে আলোচনায় বসেছিলেন কর্তারা । উপস্থিত ছিলেন টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান শ্যাম থাপা, ভারতীয় ফুটবলের টেকনিক্যাল ডিরেক্টর এবং জাতীয় দলের কোচেরা ।
প্রাক বিশ্বকাপের সিনিয়র দলের তিনটি ম্যাচ বাতিল হয়নি । সেপ্টেম্বরে রয়েছে অনুর্ধ্ব-16 ভারতীয় দলের মূলপর্বের খেলা । FIFA মেয়েদের বিশ্বকাপের তারিখ ঘোষণা করলে তা আয়োজন করতে কী কী করা উচিত তা নিয়েও আলোচনা হয় । তবে আজকের বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল আই লিগ এবং ISL-এর সময়সূচি । বর্তমান পরিস্থিতিতে চলতি বছরের শেষে বল গড়ানোর অনুমতি মিলতে পারে বলে আশা করা হচ্ছে । সেক্ষেত্রে প্রতিযোগিতামূলক ম্যাচ আয়োজন করতে আরও কিছুদিন দরকার । ফলে চলতি বছরের শেষ মাসে কিংবা নতুন বছরের শুরুতে আই লিগ এবং ISL হতে পারে ।