পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

কমছে বিদেশি ফুটবলারদের সংখ্যা, সিদ্ধান্ত ফেডারেশনের - ileague

বিদেশি ফুটবলারদের এদেশে আসা নিয়ে সরকারের নির্দেশের উপর অনেক কিছু নির্ভর করবে । আজকের বৈঠকে ভারতীয় ক্লাব ফুটবলে বিদেশি কমানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয় ।

বিদেশি ফুটবলার সংখ্যা কমছে,সিদ্ধান্ত চূড়ান্ত
বিদেশি ফুটবলার সংখ্যা কমছে,সিদ্ধান্ত চূড়ান্ত

By

Published : May 8, 2020, 7:43 PM IST

কলকাতা, 8 মে: বিদেশি ফুটবলারের সংখ্যা কমানোর বিষয়ে সিদ্ধান্ত নিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন । শুক্রবার ভারতীয় ক্লাব ফুটবলের ভবিষ্যৎ নির্ধারণ করতে বৈঠকে বসেছিলেন ফেডারেশনের কর্তারা । সেখানে কোরোনা সংক্রমণের কারণে তৈরি হওয়া পরিস্থিতিতে কোন পথে চলবে ভারতীয় ফুটবল, তা নিয়ে আলোচনায় বসেছিলেন কর্তারা । উপস্থিত ছিলেন টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান শ্যাম থাপা, ভারতীয় ফুটবলের টেকনিক্যাল ডিরেক্টর এবং জাতীয় দলের কোচেরা ।

প্রাক বিশ্বকাপের সিনিয়র দলের তিনটি ম্যাচ বাতিল হয়নি । সেপ্টেম্বরে রয়েছে অনুর্ধ্ব-16 ভারতীয় দলের মূলপর্বের খেলা । FIFA মেয়েদের বিশ্বকাপের তারিখ ঘোষণা করলে তা আয়োজন করতে কী কী করা উচিত তা নিয়েও আলোচনা হয় । তবে আজকের বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল আই লিগ এবং ISL-এর সময়সূচি । বর্তমান পরিস্থিতিতে চলতি বছরের শেষে বল গড়ানোর অনুমতি মিলতে পারে বলে আশা করা হচ্ছে । সেক্ষেত্রে প্রতিযোগিতামূলক ম্যাচ আয়োজন করতে আরও কিছুদিন দরকার । ফলে চলতি বছরের শেষ মাসে কিংবা নতুন বছরের শুরুতে আই লিগ এবং ISL হতে পারে ।

আজ বিদেশি ফুটবলারদের নিয়েও বিস্তারিত আলোচনা হয় । বিদেশি ফুটবলারদের এদেশে আসা নিয়ে সরকারের নির্দেশের উপর অনেক কিছু নির্ভর করবে । যদিও আজকের বৈঠকে ভারতীয় ক্লাব ফুটবলে বিদেশি কমানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয় । এই মরশুমে ক্লাবগুলো বিদেশি ফুটবলারদের সঙ্গে ইতিমধ্যেই চূড়ান্ত স্তরে কথাবার্তা বলে ফেলেছে । তাই বিদেশি ফুটবলারের সংখ্যা কমানোর ক্ষেত্রে সকলে একমত হলেও এই মরশুম থেকে তা লাগু হচ্ছে না ।

2021-22 মরশুমে তিনজন বিদেশি ফুটবলার এবং একজন এশিয়ান বংশোদ্ভূত ফুটবলার নিয়ে প্রথম একাদশ সাজাতে পারবেন কোচেরা । এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান শ্যাম থাপা । ইতিমধ্যে ISL-এর বিভিন্ন দলের কোচ ভারতীয় ফুটবলের উন্নতির অন্তরায় হিসেবে বিদেশি নির্ভরতাকে দায়ি করেছেন । আই লিগে 6 জন বিদেশির মধ্যে পাঁচজনকে প্রথম একাদশে রাখা যেত‌ । এবার সেই নিয়মে বদল আসছে । তবে এখানে বলে রাখা ভালো, এর আগেও চার বিদেশি নিয়ে প্রথম একাদশ সাজাতেন কোচেরা । পরবর্তী সময়ে এই নিয়মের বদল হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details