পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

আই লিগের জন্য বরাদ্দ 100 দিন , মন্ত্রীকে পাঠানো চিঠিতে বিতর্ক - IFA

আই লিগের প্রথম ডিভিশনের জন্য 100 প্লাস দিন ধার্য করেছে ফেডারেশন। 12দলের আই লিগ শুরু হবে নভেম্বরের শেষ সপ্তাহে কিংবা ডিসেম্বরের প্রথম সপ্তাহে। অর্থাৎ দ্বিতীয় ডিভিশন আই লিগ এবং আই লিগের জন্য বরাদ্দ মাত্র 115 থেকে সামান্য বেশি সময়। প্রশ্ন হল পাঁচ দলের দ্বিতিয় ডিভিশনের আই লিগে প্রতিটি দলকে চারটে করে ম্যাচ খেলতে হবে অর্থাৎ 15 দিনে 16 টা ম্যাচ। এই প্যান্ডেমিকের আবহে তা কতটা যুক্তিযুক্ত। একইভাবে প্রশ্ন উঠছে 12 দলের আই লিগের জন্য একশো দিন কি যথেষ্ট ?

ARUP
ARUP

By

Published : Aug 19, 2020, 1:56 AM IST

কলকাতা , 19 অগাস্ট : নয়াদিল্লির ফুটবল হাউজ় থেকে আই লিগ সংক্রান্ত যে চিঠি রাজ্যের ক্রীড়ামন্ত্রীর অফিসে পৌছেছে তা বিতর্কিত, এবং দিশাহীন। রাজ্যের ক্রীড়ামন্ত্রীকে দিনের শুরুতে সর্বভারতীয় ফুটবল ফুটবল ফেডারেশনের সচিব ইমেল মারফত একটি চিঠি পাঠান। যার বিষয়বস্তু আই লিগের আয়োজন। কিন্তু রাজ্যের একজন মন্ত্রীকে সঠিক সম্বোধন করা হয়নি বলে অরূপ বিশ্বাস অসন্তোষ ব্যক্ত করেছেন। চিঠির শুরুতে "ডিয়ার অরুপবাবু" বলে সম্বোধন করেছেন AIFF সচিব । এই সম্বোধনের ধরন প্রটোকল বহির্ভূত বলে উষ্মা প্রকাশ করেছেন মন্ত্রী । তিনি মিটিংয়ে উপস্থিত মহমেডান স্পোর্টিং এবং ভবানীপুর ক্লাবের প্রতিনিধিদের সামনে অসন্তোষ প্রকাশ করেন।

চিঠিতে বলা হয়েছে দ্বিতীয় ডিভিশন আই লিগ হবে পনেরো সেপ্টেম্বর থেকে নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে। নির্দিষ্ট কোনও তারিখ সেখানে উল্লেখ নেই। দ্বিতীয় ডিভিশন আই লিগে এবছর পাঁচটি দল অংশ নিচ্ছে। কলকাতা থেকে মহমেডান স্পোর্টিং, ভবানীপুর ক্লাব ছাড়া গাড়োয়াল এফসি, আরা এফসি, ও এফসি বেঙ্গালুরু খেলবে। চিঠিতে বলা হয়েছে দ্বিতীয় ডিভিশন আই লিগের মেয়াদ মাত্র পনেরো দিনের। এই লিগ চলাকালীন কোভিড প্রটোকল যথাযথ ভাবে মেনে চলা বাধ্যতামূলক। তার নির্দেশ যেভাবে FIFA,AFC,SAI এবং কেন্দ্র ও রাজ্য সরকারের নির্দেশ মেনে লিগের আয়োজন করতে হবে। বলা হচ্ছে এই নির্দেশ পালনের জন্য রাজ্য সরকারের যথাযথ সাহায্য দরকার।

ক্রীড়ামন্ত্রীকে পাঠানো AIFF সচিবের চিঠি

আই লিগের প্রথম ডিভিশনের জন্য 100 প্লাস দিন ধার্য করেছে ফেডারেশন। 12দলের আই লিগ শুরু হবে নভেম্বরের শেষ সপ্তাহে কিংবা ডিসেম্বরের প্রথম সপ্তাহে। অর্থাৎ দ্বিতীয় ডিভিশন আই লিগ এবং আই লিগের জন্য বরাদ্দ মাত্র 115 থেকে সামান্য বেশি সময়। প্রশ্ন হল পাঁচ দলের দ্বিতিয় ডিভিশনের আই লিগে প্রতিটি দলকে চারটে করে ম্যাচ খেলতে হবে অর্থাৎ 15 দিনে 16 টা ম্যাচ। এই প্যান্ডেমিকের আবহে তা কতটা যুক্তিযুক্ত। একইভাবে প্রশ্ন উঠছে 12 দলের আই লিগের জন্য একশো দিন কি যথেষ্ট ?

AIFF-এর যুক্তি এই বছর অংশগ্রহণকারী দলগুলো একটি রাজ্যে থেকে খেলবে । ফলে হোম অ্যান্ড অ্যাওয়ের ঝক্কি নেই। সেই কারনেই দিন সংখ্যা কমেছে। তবে ফেডারেশন নিজেদের সমর্থনে যুক্তি পেশ করলেও তা মেনে নেওয়ার লোক কম। কোরোনা প্যান্ডেমিকের কঠিন পরিবেশে বল গড়ানোর চেষ্টা সফল করতে সবাইকে মানিয়ে নিতে হবে বলে বলা হচ্ছে। সবকিছু মেনেও বলা যায় আই লিগ আয়োজন কোনও মতে সারতে চাইছে ফেডারেশন। এদিকে IFA দুটো লিগ আয়োজনের চ্যালেঞ্জ নিতে তৈরি বলে জানিয়েছেন সচিব জয়দীপ মুখার্জি ।

ABOUT THE AUTHOR

...view details