দিল্লি, 2 নভেম্বর : ক্রীড়া ক্ষেত্রে আশীর্বাদের রূপ নিয়েছে প্রযুক্তি ৷ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সি সহ আধুনিক প্রযুক্তি ক্রীড়া সম্প্রচারে সম্প্রতিক অতীতের তুলনায় আমূল পরিবর্তন এনেছে ৷ ক্রীড়া সম্প্রচারকে বর্তমানে অন্য উচ্চতায় নিয়ে গেছে আধুনিক প্রযুক্তি ৷ কিন্তু প্রযুক্তিরও ভুল হয় ৷
এমনই একটি ঘটনা ঘটেছে স্কটল্যান্ডের একটি ফুটবল ম্যাচে ৷ খেলার গতি প্রকৃতি রেকর্ড করার জন্য একটি আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা AI ক্যামেরা ব্যবহার করা হয় ৷ কিন্তু ক্যামেরা খেলার বল ভেবে ক্রমাগত রেফারির ন্যাড়া মাথায় ফোকাস করে ৷ খেলার অধিকাংশ সময়ে দেখা যায় ক্যামেরাটি বলের পরিবর্তে রেফারির মাথাতেই বেশি ফোকাস করে আছে ৷