বার্সেলোনা, 31 অক্টোবর : মাত্র সাড়ে চার মাস আগের ঘটনা ৷ ইউরোর ম্যাচ চলাকালীন হৃদযন্ত্র বিকল হয়ে কার্যত মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন ক্রিশ্চিয়ান এরিকসেন ৷ ডেনমার্ক তারকার সুস্থতা প্রার্থনা করে কয়েকঘণ্টার জন্য স্তব্ধ হয়েছিল ফুটবল বিশ্ব ৷ ফুটবল মাঠে এরিকসেনের সেই ভয়ানক স্মৃতি শনিবার রাতে ফিরে এল সার্জিও আগুয়েরোর কারণে ৷
ঘরের মাঠ ন্যু-ক্যাম্পে এদিন রোনাল্ড-কোম্যান পরবর্তী জমানায় প্রথম ম্যাচ খেলতে নেমেছিল বার্সেলোনা ৷ অন্তর্বর্তীকালীন কোচ সার্জি বার্জুয়ানের অধীনে আলাভেসের বিরুদ্ধে তখনও গোল করতে পারেনি বার্সা ৷ বিরতির কয়েকমিনিট আগে হৃদযন্ত্রে সমস্যা অনুভব করেন বার্সার আর্জেন্টাইন স্ট্রাইকার আগুয়েরো ৷ মাঠেই শুয়ে পড়েন তিনি ৷ উৎকন্ঠা ফিরিয়ে কয়েক মিনিট মাঠেই শুশ্রূষা চলে আর্জেন্টাইন ফরোয়ার্ডের ৷