পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Sergio Aguero : ফিরল এরিকসেনের স্মৃতি, হৃদযন্ত্রে সমস্যা নিয়ে হাসপাতালে আগুয়েরো

অনুরাগীদের আশ্বস্ত করে পরে উঠে দাঁড়ালেও আর খেলা চালিয়ে যেতে পারেননি আগুয়েরো ৷ সতর্কতা অবলম্বন করে এরপর অ্যাম্বুলেন্সে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সোশ্যাল মিডিয়ায় সেই খবর নিশ্চিত করে কাতালোনিয়া ক্লাব ৷

Sergio Aguero
এরিকসেনের স্মৃতি উস্কে মাঠে হৃদযন্ত্রে সমস্য়া, হাসপাতালে আগুয়েরো

By

Published : Oct 31, 2021, 1:18 PM IST

Updated : Oct 31, 2021, 1:29 PM IST

বার্সেলোনা, 31 অক্টোবর : মাত্র সাড়ে চার মাস আগের ঘটনা ৷ ইউরোর ম্যাচ চলাকালীন হৃদযন্ত্র বিকল হয়ে কার্যত মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন ক্রিশ্চিয়ান এরিকসেন ৷ ডেনমার্ক তারকার সুস্থতা প্রার্থনা করে কয়েকঘণ্টার জন্য স্তব্ধ হয়েছিল ফুটবল বিশ্ব ৷ ফুটবল মাঠে এরিকসেনের সেই ভয়ানক স্মৃতি শনিবার রাতে ফিরে এল সার্জিও আগুয়েরোর কারণে ৷

ঘরের মাঠ ন্যু-ক্যাম্পে এদিন রোনাল্ড-কোম্যান পরবর্তী জমানায় প্রথম ম্যাচ খেলতে নেমেছিল বার্সেলোনা ৷ অন্তর্বর্তীকালীন কোচ সার্জি বার্জুয়ানের অধীনে আলাভেসের বিরুদ্ধে তখনও গোল করতে পারেনি বার্সা ৷ বিরতির কয়েকমিনিট আগে হৃদযন্ত্রে সমস্যা অনুভব করেন বার্সার আর্জেন্টাইন স্ট্রাইকার আগুয়েরো ৷ মাঠেই শুয়ে পড়েন তিনি ৷ উৎকন্ঠা ফিরিয়ে কয়েক মিনিট মাঠেই শুশ্রূষা চলে আর্জেন্টাইন ফরোয়ার্ডের ৷

অনুরাগীদের আশ্বস্ত করে এরপর উঠে দাঁড়ালেও আর খেলা চালিয়ে যেতে পারেননি আগুয়েরো ৷ সতর্কতা অবলম্বল করে মাঠ থেকে অ্যাম্বুলেন্সে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ৷ সোশ্যাল মিডিয়ায় সেই খবর নিশ্চিত করে কাতালোনিয়া ক্লাব ৷ আগুয়েরোর দ্রুত সুস্থতা কামনা করে তাঁর প্রাক্তন ক্লাব ম্যান সিটিও ৷

আরও পড়ুন : টটেনহ্যামকে হারিয়ে সোল্কজায়েরের চাকরি বাঁচালেন রোনাল্ডোরা

পরিবর্তে 42 মিনিটে মাঠে নামেন ফিলিপ কুটিনহো ৷ তবে এদিন লা লিগায় আলাভেসের বিরুদ্ধে আবারও পয়েন্ট খোয়ালো বার্সা ৷ 49 মিনিটে মেম্ফিস ডিপাইয়ের গোলে এগিয়ে গিয়েও তা ধরে রাখতে ব্যর্থ হয় বার্সা ৷ তিন মিনিট বাদেই ম্যাচে সমতা ফেরায় আলাভেস ৷ 11 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে 9 নম্বরে বার্সেলোনা ৷

Last Updated : Oct 31, 2021, 1:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details